তোকে আজকাল মনে পড়েনা,
হঠাৎ পুরোনো গান শুনতে গিয়ে, কিংবা
ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে দিতে
তোকে একেবারেই মনে পড়েনা।
স্বপ্নরাও বুঝি আজকাল হিসেবি হয়েছে,
ভুল করেও তোর উঠোনে পা বাড়ায় না
আটপৌরে স্বপ্ন দেখে বেশ কেটে যায় দিন,
তোকে সত্যিই মনে পড়েনা!
এক সময় অপেক্ষা করতাম তুই আসবি,
হয়ত কোন এক সাদামাটা বিকেল
তোর জন্য অসামান্য হয়ে উঠবে!
অথবা সকালটা আর একটু ঝকঝকে!
এখন আর অপেক্ষা করিনা,
হঠাৎ পুরোনো গান শুনতে শুনতে
ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে দিতে
তোর কথা আর ভাবিনা!
শুধু গ্রীষ্মের তপ্ত দুপুরে
কাজ শেষে যখন বাড়ি ফিরি,
রেডিওতে অপরিচিত গান,
দূরের পাহাড়গুলোয় সাদা মেঘ,
আর আমার কোথাও যাবার নেই,
নাগরিক কোলাহলের মত মিলিয়ে যাওয়া তোর স্মৃতি
ধীরে ধীরে আমাকে গ্রাস করে,
ক্লান্ত আমি অপেক্ষা করি কখন শেষ হবে বাকিটা পথ।
ওই একটা হতচ্ছাড়া দুপুর ছাড়া তোকে আর কিছুতেই মনে পড়েনা!
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



