নক্ষত্রের রাতে বসে থাকি একটি আশ্চর্যের অপেক্ষায়,
দিনের পর দিন কাটিয়ে দেই অন্য কারো জীবন,
প্রত্যাশার সিঁড়ি ভাঙতে ভাঙতে হাঁপিয়ে উঠি,
ধীরে ধীরে বন্ধ করে দেই অনুভূতির জানালা গুলো।
লক্ষ নক্ষত্রের রাত পার হয়, অপেক্ষা শেষ হয় না,
আনমনা আমি, খুজেঁ পাইনা নিজেকে,
পেছনে ফিরে দেখি,
পার হয়ে এসেছি অনেকটা পথ।
সময়ের বালু ঘড়ি থেমে থাকে না,
কখনও সে অপেক্ষা করেনি কারও জন্য।
তাহলে কিসের এই অপেক্ষা? কেন এই দ্বিধা?
কেন এই বেঁচে থাকা অন্যের ছায়া হয়ে?
আশ্চর্য কখনও ঘটে না আগামীকাল,
আশ্চর্য ঘটে আজ, এখনই!
--
২৬ নভেম্বর, ২০১১
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



