কবিতারা আসে আর ফিরে যায়,
আমি তাদের সাথে কথা বলিনা।
পাশ ফিরে শুই..
ভাবলেশহীন বাস্তবতার সাথে খুব বেমানান লাগে ওদের।
কখোনো দু'একটা লাইন লিখে রাখি অদৃশ্য পান্ডুলিপিতে,
আমার জন্য অপেক্ষা করতে করতে
একসময়..
হারিয়ে যায় অচেনা কবিতার ভীড়ে।
আজকাল আচমকা রাস্তায় দেখা হলেও চিনতে পারিনা ওদের,
যেমন চিনতে পারিনা চেনা মুখগুলোকে..
মাঝে মাঝে দু'একটি এতই নাছোড়বান্দা যে,
বাধ্য হয়ে ওদের কাগজবন্দী করি,
পাঠিয়ে দেই নির্বাসনে- এই যেমন আজকে!
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১০ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



