এতো সাজুগুজু করার পরও আমাকে দেখতে খালাম্মার মতো লাগে !! 
যেকোন অনুষ্ঠানেই যেতে ভালো লাগে। কালারফুল হয়ে না গেলে মন চাঙ্গা থাকে না। সবার আগে যাই, ক্যামেরা লাইটের পজিশন দেখে তারপর সুবিধামতো চেয়ারে বসে পড়ি। এদিনও এক অনুষ্ঠানে গেলাম। ঘরের রঙের ডিব্বা সব খালি কইরা শরীর রাঙায়া শেষবার যখন নিজেকে আয়নায় দেখি- নিজেরই হিংসা হচ্ছিলো! :!> এতোটাই আকর্ষনীয় লাগছিলো... বাকিটুকু পড়ুন


