প্রথম যেবার গ্রামের বাড়ি যাই, আমার বয়স তখন মাত্র ৬/৭ বছর হবে। এর পরে কতবার তো গিয়েছি, অথচ প্রথম বার যাবার কথাটা কেন যেন ভুলতে পারি না।
ট্রেনে করে যেতে হয়, আমাদের গ্রামের বাড়িতে। বাস রাস্তাও আছে, কিন্ত বাসে করে গেলে অনেকটা হাঁটতে হয়, অথবা রিক্সা নিতে হয়। তাতে করে সময়ও অনেক বেশী লাগে।
অথচ ট্রেনে করে গেলে অনেক সময় কম লাগে। কারন আমাদের বাড়ি টা ষ্টেশনের পাশেই। হাটলে দুই মিনিটও লাগে না। বাসার জানালা দিয়ে উচু রেল লাইন, ষ্টেশ্নের লাল রঙের দালান, সব দেখা যায়। ট্রেনের ভোঁ ভোঁ আওয়াজে আমাদের কান ঝালাপালা হয়ে যায়।
আর যখন কোন ট্রেন যায়, গোটা বাসা থরথর করে কাপতে থাকে।
গ্রামের বাড়ি নিয়ে আমার অনেক স্মৃতি আছে, সেসব আপনাদের আমি জানাতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




