জানলায় শুন্য উঠোন

লম্বা দড়ীটা শুন্যই পড়ে থাকে রোজ
পড়ার টেবিলটার জায়গা বদল হয়ে গেছে
জনলাওয়ালা আমার পড়ার ঘড়টা শুন্য পরে
থাকে এখন - যেখান থেকে ্প্রতি মুহূর্তে শুধু
তোমাকেই দেখা যেত । ... বাকিটুকু পড়ুন

পাথুরে দেয়ালে স্তব্ধ জীবন
নাগরিক কোলাহলে ব্যস্ত সারাক্ষণ
আমার জানালায় নিরবতা প্রতিক্ষণ
তোমাকেই ভেবে আলোড়িত এই শিহরন ।
নিসঙ্গতা কড়ানাড়ে দরজায় বহুক্ষণ
খুলে দেখি অচেনা আপন কেউ একজন ... বাকিটুকু পড়ুন
ঘুমহীন রাত্রিতে আমি ভীষন ভাবে অভ্যস্ত
কিন্তু ঘুমভাঙ্গার কষ্টে খুব বেশি কাতর আমি
কেননা না ঘুমিয়ে আমি সভ্যতাকে দেখি
রাজপথে-
আর ঘুমিয়ে গেলে তোমার স্বপ্ন ভর
করে আমার সমস্ত নিদ্রা জুরে।
ঘুমহীন রাত্রির রাজপথে রাত কন্যাদের ... বাকিটুকু পড়ুন
সিগারেটের ক্ষিন তাপ হালকা উত্তাপ ছড়ায় ঠোটে
অনেকটা তোমার সলজ্জ উষ্ণ চুম্বনের মত
কয়েক খন্ড রোদেলা মেঘ কিছুটা নীল ছুয়ে
যতক্ষন আকাশে ঘুরে বেড়ায় - অবাধ - চন্চল ।
কিছুটা ধোয়া ছেড়ে ঘোলাটে করি চারপাশ
কয়েকটা চোখ বিড়ক্তি নিয়ে তাকায় ... বাকিটুকু পড়ুন
আঁধার হারায় জোছনার ছোঁয়ায়
জীবন জড়ায় তোমার ছায়ায়
ফেরারী বাতাস উদাসী দিনে
বিষন্ন বিকেল গোধূলীতে মিলায়।
ফেরারী... ... বাকিটুকু পড়ুন
এই মেঘ, এই বৃষ্টি, এই বৃষ্টির জল
অলস বসে চায়ের কাপে-তৃপ্তি অতল
এমন সময় মনে পড়ে যায়, মনে আছে কি আমায়?
মনে যদি নাই থাকে, ডানা মেল মেঘের ভেলায়
যেখানে তাপেও, লালন করা বুকের জল না শুকায়
হিম বাতাসে জমাট বাঁধে জমাট থাকে কোনায় কোনায় ... বাকিটুকু পড়ুন
ঘুমহীন রাত্রিতে আমি ভীষন ভাবে অভ্যস্ত
কিন্তু ঘুমভাঙ্গার কষ্টে খুব বেশি কাতর আমি
কেননা না ঘুমিয়ে আমি সভ্যতাকে দেখি
রাজপথে-
আর ঘুমিয়ে গেলে তোমার স্বপ্ন ভর
করে আমার সমস্ত নিদ্রা জুরে।
ঘুমহীন রাত্রির রাজপথে রাত কন্যাদের ... বাকিটুকু পড়ুন