এই মেঘ, এই বৃষ্টি, এই বৃষ্টির জল
অলস বসে চায়ের কাপে-তৃপ্তি অতল
এমন সময় মনে পড়ে যায়, মনে আছে কি আমায়?
মনে যদি নাই থাকে, ডানা মেল মেঘের ভেলায়
যেখানে তাপেও, লালন করা বুকের জল না শুকায়
হিম বাতাসে জমাট বাঁধে জমাট থাকে কোনায় কোনায়
আমার আরো কোনা আছে?
জমটা বাঁধা কোন সাহসে?
উষ্ণ বুকে শুষ্ক ভাষা
বিস্বাদ তাই মুখের কথা
এমন জেনে কেমন জ্ঞানে
বন্ধু হবে কোন সুজন
বৃষ্টি হাসে এইনা শুনে
আমিই হব স্বজন
সুজন স্বজন বৃষ্টি
এই করিনু সৃষ্টি
কখনো বৃষ্টি এলে
সুখে এমন দোলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




