লম্বা দড়ীটা শুন্যই পড়ে থাকে রোজ
পড়ার টেবিলটার জায়গা বদল হয়ে গেছে
জনলাওয়ালা আমার পড়ার ঘড়টা শুন্য পরে
থাকে এখন - যেখান থেকে ্প্রতি মুহূর্তে শুধু
তোমাকেই দেখা যেত ।
তোমার চুল বাধা,বইয়ের পাতা উলটানো,
স্কুলে যাওয়া অথবা ফিরে আসা
কিংবা কখনও বৃষ্টিতে ভেজা
সবই আমার সৃতির দহনে অবিরত পোড়ে এখনও
কেননা তোমাকে ভুলে থাকা হল না কখনও ।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




