পাথুরে দেয়ালে স্তব্ধ জীবন
নাগরিক কোলাহলে ব্যস্ত সারাক্ষণ
আমার জানালায় নিরবতা প্রতিক্ষণ
তোমাকেই ভেবে আলোড়িত এই শিহরন ।
নিসঙ্গতা কড়ানাড়ে দরজায় বহুক্ষণ
খুলে দেখি অচেনা আপন কেউ একজন
অলস স্বপ্নে জড়ায় স্পর্শময় আবড়ন
রাত শেষে সবই বাস্তবতার প্রহসন ।
কংক্রীটের কাড়াগারে তবু আবেগের আলোড়ন
প্রতিনিয়ত খুজে ফিরে এক নতুন জীবণ
পুরণ প্রতেচ্ছবি ধূসর তোমার মতন
নাগরিক পাথুরে এই মন নিরেট নিদারুন ।
আমি ব্যস্ত নগরেরনাগরিক সারাবেলা
কংক্রীটেরদেয়ালে পাথুরে ঘুনপোকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




