somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুর ব্লগ শ্রমিকদের (ব্লগারদের) ব্লগিং হাতিয়ারের প্রর্দশনী !! :) :D B-)

৩০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু পরেই মে দিবস, সাধারণ শ্রমিকেরা যেমন তাদের শ্রমের দ্বারা নানা রকম উৎপাদমুখী কার্যের মাধ্যমে বিভিন্ন জিনিস সৃষ্টি করে, তেমনি আমাদের এই সামু'তে ব্লগ শ্রমিকগণ নিত্য নতুন নানাবিধ লেখা'র জন্ম দিয়ে বাংলা ভার্চুয়াল পরিমন্ডল'কে সমৃদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত । বাংলা ভাষার সবচেয়ে বৃহৎ এই পরিবারের সদস্যরা দিনের পর দিন এই ব্লগে পোষ্ট এবং মন্তব্য করে সরব রাখছেন, তাদের সেই ব্লগিং এর হাতিয়ারগুলো দেখার ইচ্ছে হত অনেক আগে থেকেই। তাই এই সুপ্ত ইচ্ছে একটু সাহস নিয়ে জাগ্রত করলাম। তার ফলশ্রুতিতে আজকের এই পোষ্ট।

আসুন দেখে নেই আমাদের এই বৃহৎ পরিবারের কিছু সদস্যদের ব্লগিং এর হাতিয়ার। >> (নামগুলো প্রাথমিকভাবে লেটারওয়াইজ দেয়া হয়েছে)

১। আমিনুল ইসলাম সজীব

পিসির উপ্রে ল্যাপি.. আর কী-বোর্ডের উপ্রে কী-বোর্ড :)


২। আলিম আল রাজি

সিলেটে বইসা এই পিসি দিয়ে-ই এত্ত মজার মজার পোষ্ট উপহার দিয়ে যাচ্ছে।

৩। একুয়া রেজিয়া

আরজে আপু এই পিসি দিয়ে সব ব্লগে বিচরণ করে।

৪।একরামুল হক শামীম

শামীম ভাইয়া সব আন্ধার কইরা ফুডু তুলছে.. যাতে আমরা শুধু মনিটর ছাড়া আর কিচ্ছু দেখবার না পারি :)

৫। আরজুপনি

আপু পানি বেশি পান করে ... বুঝা যাচ্ছে :)

৬। আশিকুর রাসেল

আল্লাহ্ যারে দেয় এম্নে-ই দেয়, এম্নিতেই ২ খানা পিসি .. হেরফর আবার সামু থেকে ফ্রি ল্যাপি পাইছে.. কপাল.. সবই কপাল (দোয়া করি যেন শুভক্ষনে এইরকম না হয়) ;)

৭। বাবুনি সুপ্তি

সুপ্তি আপু অসুস্থ থেকেও ছবি দিয়েছেন এজন্য অনেক কৃতজ্ঞতা।

৮। রুদ্রপ্রতাপ ভাইয়া

ভাইয়া বলি > ধুমপান ব্লগিং এর জন্য ক্ষতিকর :)

রুদ্রভাইয়ার ল্যাপি >

ওয়েবক্যামডা তো জোস্ , একদিন ভিডিও কল করুমনে ।


৯। বিডি আইডল ভাইয়া

আইডল ভাইয়ার সিমছাম.. গোছানো টেবিল। অনেক বিরক্ত করেছি ভাইয়া ছবির জন্য :)


১০।ভাস্কর চৌধুরী ভাইয়া

পিসির পাশে ম্যাচবক্স দেখে রুদ্রভাইয়ের ছবির সাথে পরোক্ষ মিল পাইলাম। না জানি মাথায় হাত দিয়ে ভাইয়া নতুন কি ভাবছে :)


১১। রানা পাটোয়ারী ভাইয়া
এন্টার বাটন গুতাইতে গুতাইতে একাপাশ খাড়া কইরা ফালাইছে :)

১২। ফাইয়াদ ইফতিখার রাফী

সব কিছুই মনে হচ্ছে নয়া কিনছেন রাফী ভাই ?

১৩।চেয়ারম্যান০০৭

চেয়ারম্যান সাব তো গোছানে মানুষ, ল্যাপি কি দুইটাই আপনি চালান.. না একটা ভাবীর জন্য ?

১৪। দারাশিকো ভাই

এতদিন পরে ঝাতি জানতে পারলো যে দারাশিকো ভাই মুড়ি খাইতে খাইতে ব্লগিং করে :)

১৫। ফয়সাল তূর্য

এক্কেরে নয়া কিনছে মনে লয়... উইথ বঙ্গবিলাই ;)

১৬। ফেলুডার চারমিনার

চারমিনা ভাইয়ের মাউসপ্যাডের ভিত্রে গর্ত হৈছে নাকি !! কেম্নে ! ?

১৭। গুরুজী

আমি ভাবি গুরুজী এত একলগে কেম্নে সামলায় :)

১৮। হাসান যোবায়ের

জিনিয়াস এই ভাইয়া মনে হয় খুবই রূপ সচেতন, দেখেন্না আয়না কাছেই রাখে :)

১৯। ইমন জুবায়ের ভাইয়া

ইমন ভাইয়া তো বেশি ইতিহাস খুড়ে খুড়ে পোষ্ট লেখে, তার প্রভাব সম্ভবত পিসি'তে পড়েছে.... কেসিং খুলে... পিসির ইতিহাস অনুসন্ধান :)

২০। আইরিন সুলতানা আপু

আইরিন আপুর টেবিলে অর্ধশত বই এর দিয়ে বেশি নজর যাচ্ছে... আর কলমদানীটা অনেক সুন্দর।

২১। বেঙ্গলেনসিস

ভাইয়া তো তার-তুর প্যাচাইয়া ফেলছেন :)

২২। ইশতিয়াক আহমেদ চয়ন

ল্যাপির ডালাটা খুইল্লা ছবিটা দিতে কি মানা করছিলাম ভ্রাতা :(

২৩। জাতির নানা

নানা তো হেব্বি পরিচ্ছন্ন... পানির বোতলডা জোস.. (ছবি)

২৪। জিসান শা ইকরাম

ভাইয়ার প্রিয় হচ্ছে কাঠবিড়ালী.. তাই হোমস্ক্রীণে এই ছবি ।

জিসান ভাইয়ার আরেক'টা >


২৫। জিন্নাত উল হাসান ভাইয়া

হাসান ভাইয়ার উক্ত ছবির ডিভাইসগুলোর হাল্কা বিবরণ দেই >
1. PC (Quad Core, Ubuntu)
2. 2 Monitors (24" & 19")
3. 13" Macbook Pro
4. iPad 2 (Wifi+3G)
5. 2 Mobile Phones (iPhone 4S & Samsung Galaxy Nexus)
6. WD Portable HDD (500 GB) + Few external HDDs
7. Samsung wifi printer

২৬। জয় সরকার

জয় এখন ভার্সিটি'র টিচার হৈছে... কিন্তু সবকিছুই আগের মতই আছে। মিস ইউ :(

অন্যটা >



২৭। কল্পবিলাসী স্বপ্ন

সুন্দর এই ল্যাপিতে বইসা তিনি সবাইকে কল্পবিলাসী স্বপ্ন দেখান :)

২৮। লালসালু

বিবাহিত লালসালু ভাইয়ের নয়া ল্যাপি..... সামুতে মিছাই ভাইরে।


২৯। স্বর্ণমৃগ

স্বর্ণমৃগ ভাইয়ের সিপিইউ'টা দেখলে মনে হচ্ছে সার্ভার পিসি ! আশা রাখি ভাইয়া কমেন্টে এর বিবরণ দিবেন।

৩০। মুকুট ভাইয়া

ছিমছাম... টেবিলে মুকুট ভাইয়ার ল্যাপি। বগুড়ার দৈ এর লোভ এখান থেকেই দেখায়।

৩১। মোঃমোজাম হক ভাইয়া

ভাইয়া এই ল্যাপি দিয়ে দেশে এবং বিদেশে ব্লগান.. মাউসটা জোস।

৩২। তাজুল ইসলাম মুন্না

মুন্না মনিটর'টা জাক্কাস, আর মাইক্রোফোন এর বিবরণ দাও কমেন্টে। আমি একটা কিনুম।
মুন্নার আর একটা >

এই ল্যাপি এবং সুযোগ পাইলে এই মোবাইল দিয়াও ব্লগে ঢু দেয় :)


৩৩। নাফিজ মুনতাসির

ল্যাপির স্পীকার ২টা বেশ রোমান্টিক ;) শুইয়া শুইয়া ব্লগায় :)

৩৪। নাহোল / (প্লিওসিন অথবা গ্লসিয়ার)

হে..হে..হে.. সব জায়গাতে তার প্রিয় হিরোর ছবি.. এখানে আর বাদ যাবে কেন :)

৩৫। নাজনীন খলিল

পিসিটা সুন্দর.. সার্বিকভাবে।

৩৬। তানভির আহমদ বাপ্পী

মামা ভাগিনা মিল্লা ব্লগিং করছে ... :)


৩৭। কালো হিমু

এই ভাইজান নয়া ওয়াইম্যাক্স চালায় মনে লয় ;)

৩৮।অমি রহমান পিয়াল ভাইয়া

মুক্তিযুদ্ধের পুস্তক দেখা যাচ্ছে টেবিলে।

৩৯। অপ্সরা / ( শায়মা ) আপু

কি কমু.. আর .. দেখেন কারবার ............ নিজের মুন্ডু কাটতে কাটতে এখন পিসি ঠ্যাং কাটা শুরু কর্ছে :)
আপুর আর একটা >

ল্যাপির ব্যাকগ্রাউন্ডটা দেখুন... গর্জিয়াস ব্যাপার স্যাপার !

আরো একটা :) >

এতগুলো দিয়ে কি করবেন.. ২/১ টা .... থাক কইলাম না :(


৪০। পাহাড়ের কান্না

পাহাড়ের কান্না ভাই যদি কখনো জেলে যায় তো ছবিতে দেখানো ঐ সাউন্ডবক্স ২টার জন্য যাবে :)

৪১। বৃত্তবন্দী ভাইয়া

ভাইয়ার ছবি তোলার ভিত্রে একটা আর্ট আছে.. খুব খিয়াল কইরা।

৪২। রাজীব নন্দী ভাইয়া

সাংবাদিক ভাই যে সময় করে ছবিটা তুলে দিয়েছেন.. তার জন্য ধইন্যা।

৪৩। জিকসেস ভাইয়া

ভাইয়ার বাসা দেখেন ওয়াই-ফাই করা। বড়লোক মানুষ.. ম্যাক দেখলে.. কেমুন যানি লাগে :(

৪৪। রাতমজুর ভাইয়া

এইটা ভাইয়ার বাসার পিসি

রাতমজুর ভাইয়ের আরেকটা >

আর এর ভিত্রে আছে অফিসের পিসি, ট্রাভেল মেট আর সেল ফোন.. কত্তকিছু ব্যবহার করে !!


৪৫। রিয়েল ডেমোন ভাই

সবার প্রিয় লেখক এর লেখার হাতিয়ার.. অনেক সুন্দর।


৪৬। রিয়াল রিফাত

রৌদ্দজ্জল পিসি :)

৪৭। সাবরিনা সুলতানা আপু (শব্দনীড় ব্লগ)

সাবরিনা আপু এভাবে ব্লগিং করেন।

৪৮। সামিউর রহমান তন্ময়

তন্ময় এর বর্তমানে এক কী-বোর্ডে হয় না ! ;)

৪৯। সাকিন উল আলম ইভান

সবাই দেখি মাল্টি !!! (নিক না) মাল্টি পিসি/ ল্যাপি :)


৫০। সায়েম মুন

জুমের নেট ঠিকমত পাওয়ার জন্য রোগীর স্যালাইন দেবার স্টাইলে মডেমখানা উপ্রে টাঙ্গাইছে :) পুরাই ধবধবে.. পরিচ্ছন্ন পিসি, আমি শিউর ভাবী না থাকলে এমন থাকত না :)

৫১। অন্যমনস্ক শরৎ ভাইয়া

মডু মানুষ ! অধেক পিসি'র ছবি দিছে ..হেইডাই চরম সৌভাগ্য :)

৫২। রেজোওয়ানা আপু

আপুর ডেস্কটপ.. .... ফ্রেমের ছবি'তে দেখতে পাচ্ছেন তো ?
আপু'র অন্যটা >

ল্যাপিও চমৎকার।

৫৩। শাহেদ৬৯

কিউবির হার্ডকোর ফ্যান :)

৫৪। শিপু ভাই

সবচাইতে স্টাইলিষ্ট পিক :)

৫৫। স্বপ্নজয় ভাইয়া

ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, এইখানে বসে নানা রকম সুন্দর পোষ্ট এবং খাবারের লোভ দিয়ে যাচ্ছেন। :)


৫৬। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

এই ভাইয়া হচ্ছেন পরিপূর্ণ ব্লগিং করেন.. ছবি-ই কথা বলে। আরো দেখুন ভাইয়ার কমেন্টে :)

৫৭। শূণ্য উপত্যকা

কে বলেছে উপতক্যা শূণ্য ??

৫৮। আমার নাম ছিলোনা

পড়াশোনা আর ব্লগিং চলছে..সমানে (সিলেট থেকে)

৫৯। দ্যা ফ্লাইং ডাচম্যান

ডাচম্যানের স্পীকার ২টা দেখছেন !! হেব্বি


৬০। টিংকু ট্রাভেলার ভাইয়া

ভাইয়ার ঐতিহাসিক পোজ :)

৬১। টিনটিন

টিনটিন এর ডেস্কটপ / ল্যাপিকে টিনটিন'কে খুজিয়া পাইলাম না :(

৬২। shapnobilash_cu

প্রিন্টারটা জব্বর, আর তাকটা সুন্দরভাবে সাজিয়েছেন..

৬৩। পুশকিন ভাই

পুশকিন ভাই > এই রকম মনিটর আমার প্রথম ছিল এক্কেরে সেইম জিনিস। আফসুস ৪ বছর পরে সেটা ইন্তেকাল ফরমাইছে :(

৬৪। শশী হিমু

হিমু'র সাথে আমার পিসির স্পীকারের মিলে গেছে :)
খুব খিয়াল কৈরা দেখুন.. সিপিইউ'তে আগুন জ্বলছে :)

৬৫। ত্রিভুজ ভাই

দুনিয়ার কুনু জিনিস মনে লয় আর বাদ নেই ব্যবহার করতে :)

আর ত্রিভুজ ভাইয়ের স্টাইলটাও ব্যাফক।

৬৬। জাহাজী পোলা

জাহাজী জাহাজে বইসা... এই ল্যাপি থেকে মনের সুখ-দু:খ সবাইরে জানাইতো এককালে... জাহাজী ভাই তুমি নিয়মিত হও।

৬৭। ছোটমির্জা

কাজে ব্যস্ত মির্জা সাহেব :)

৬৮। নীল আশিক আকাশ

ওয়ালপেপারটা চমৎকার ।

৬৯। নাফিস ইফতেখার বস্ ব্লগার

এইটা বস-এর নয়া ল্যাপি, আর একটা ডেস্কটপ আছে যেটা দিয়ে মুলত আগে থেকে ব্লগাইতেন।

৭০। লাভলুদা

এইটা লাভলুদা'র হোম অফিস.. সব গুলো থেকেই তিনি ব্লগান :)

৭১। সাহাদাত ভাইয়া

ভাইয়ার ল্যাপি >

সাহাদাত ভাইয়া ডাইনে চাইপ্পা ব্লগান.. আর সব রেসিপি দেন।

৭২। সহচর

মুখ থেকে হাতটা সরান... ১০০ টেকা দিমু :)

৭৩। সুলতানা শিরীন সাজি

এক কথায় চমৎকার একটা পরিবেশ তৈরী হয়ে আছে এই ছবিতে। অনেক ধন্যবাদ আপু ব্যস্ততার ভিত্রে ছবি দেবার জন্য।

৭৪। রাজসোহান পুত্তুম পিলাচ ;)

এইটা সামুর অফিসে তোলা ছবি, (মডু সেহান, ১ দিনের)

৭৫। এস.কে.ফয়সাল আলম

নিজের কথা আমি আর কি বলবো.. এই নিয়ে পাড়ি দিচ্ছি এ অর্ন্তজালের পথ।

৭৬। বৃষ্টি ভেজা সকাল ১১

বৃষ্টি ভেজা সকাল এর ল্যাপি >



৭৭। আহমাদ জাদীদ


৭৮। ইকরাম উল্যাহ



৭৯। নোবিতা রিফু


৮০। ধূসরধ্রুব

ভাই টেবিলে পাশে উপ্রের রঙিন বাক্সে কিতা রাখছেন.. জানতে মঞ্চায় ;)

৮১। অর্পণ!



৮২। স্বপ্নবিলাসী আমি



৮৩। আশিকুর রহমান অমিত


৮৪। হাসান মাহবুব ভাইয়া এবং সমুদ্র কন্যা আপু

ল্যাপিটা সমুদ্র কন্যা (তিথি) আপুর আর ডেস্কটপ'টি আমাদের প্রিয় হামা ভাইয়ার। সর্বদা শুভকামনা রইলো এই সফল ব্লগ দম্পতির জন্য।

৮৫।লিন্‌কিন পার্ক



৮৬। মাইনাচ


৮৯। রাহাত নিলয় আহমেদ


৯০। মিনহাজুল হক শাওন


৯১। জন ঢাকা


৯২। উণ্মাদ তন্ময়


৯৩। গেমার বয়


৯৪। যাযাব৮৪


৯৫। মাকসুদ বদ্দ০০৭


৯৬। মোতাব্বির কাগু



৯৭। টুকিঝা


৯৮। দাসত্ব


৯৯। এস এম শাখওয়াত আহমেদ


১০০। আবদুর রহমান (রোমাস)

সেঞ্চুরী পূর্ণ হৈয়া গেলু :)

১০১। নেফেরতিতি



১০২। পারভেজ ভাইয়া


১০৩। জিয়া চৌধুরী


১০৪। অসামাজিক ০০৭০০৭



১০৫। রেজওয়ান মাহবুব তানিম



১০৬। রিমন রনবীর


ছবি পাওয়া সাপেক্ষে আপডেট হবে...

বি.দ্র. >
যাদের সাথে ক্ষদ্র পরিসরে যোগাযোগ করতে পেরেছি এবং যারা নিজেদের এসব ছবি দিয়ে আমায় সহায়তা করেছেন প্রত্যোকের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা দেন নি বা পেন্ডিং রেখেছেন... তাদের'কেও ধন্যবাদ। আশা রাখি আপনারা যারা নিজেদের ব্লগিং এর হাতিয়ার শেয়ার করতে ইচ্ছুক তারা কমেন্টে ছবি দিয়ে দিবেন। আমি মূল পোষ্টে যুক্ত করে দেব।


ধন্যবাদ।

::::::::::::::::: জয়তু ব্লগিং ::::::::::::
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১২ রাত ১১:২৯
২১৫টি মন্তব্য ১৬৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

মাত্র মাস দুই আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা আমার এক বোনের বাড়ি। তার স্ত্রী মারা গেছেন তার সপ্তাহ দুই আগে। মক্কায় উমরাহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর... ...বাকিটুকু পড়ুন

আমার কিছু ভুল!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮

১। ফ্লাস্কে চা থাকে। চা খেতে টেবিলে চলে গেলাম। কাপে দুধ-চিনি নিয়ে পাশে থাকা ফ্লাস্ক না নিয়ে জগ নিয়ে পানি ঢেলে দিলাম। ভাবছিলাম এখন কি করতে হবে? হুঁশ ফিরে এল।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের লোকসংস্কৃতিঃ ব্যাঙের বিয়েতে নামবে বৃষ্টি ...

লিখেছেন অপু তানভীর, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:০০



অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল অনেক এই রকম যে চারিদিকে প্রচন্ড গরম। বৃষ্টির নাম নিশানা নেই। ফসলের মাঠ পানি নেই খাল বিল শুকিয়ে যাচ্ছে। এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি ভাবনা ও একটা সত্য ঘটনা

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৭


আমার জীবনের একাংশ জুড়ে আছে; আমি চলচ্চিত্রাভিনেতা। বাংলাদেশেই প্রায় ৩০০-র মত ছবিতে অভিনয় করেছি। আমি খুব বেছে বেছে ভাল গল্পের ভাল ছবিতে কাজ করার চেষ্টা করতাম। বাংলাদেশের প্রায়... ...বাকিটুকু পড়ুন

×