পুরুষ শাসিত নোংরা সমাজ চিরকালই নারীকে পণ্য বানাতে চেয়েছে।
ছলে বলে কৌশলে মায়ায় কিংবা বিছানায়। তারপর হটাত একদিন জেগে উঠল বিংশ শতক। নারীরাও দখল করে নিল-পুরুষদের অনেকখানি অংশ।
সকল কবি সাহত্তিক,বুদ্ধিজিবি, দার্শনিক, এবং বৃদ্ধ বালক থেকে শুরু করে-
বনের হরিন পর্যন্ত একযোগে ঘোষণা করল-নারী পুরুষ উভয়ই সমান।
এখন আর পুরুষরা নারীদের পণ্য বানায় না,
নারিরাই পণ্য বানায় .........পুরুষদের!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


