আজ খেলা দেখলাম। ব্রাজিল বনাম পর্তুগাল।খেলা দেখলে আসলে আসলে অনেক কিছু শেখা যায়, তা ও বুঝলাম।কি অসাধারণ ভাবে দুই দলই একে অপরকে ল্যাং মারছিলো আর রেফারি তার হলুদ কার্ড গুলো কাজে লাগাচ্ছিলেন।
তবে আমার মনে হয় দলের ওজন অনুযায়ী কম ই কার্ড খেলো তারা। বড় দল বেশী বুঝে, বেশী গোল ও নাকি করে, মাঝে মাঝে।বেশী ফাউল করা তো তাদেরই সাজে, তাই না?
রেফারি ও খুশি মনে সবাইকে খুশি করে হলুদ রং দেখালেন সবাইকে।
আগামীতে ইনশাল্লাহ লালে লাল করে দেবে।
ব্রাজিলের সাপোর্টাররা অনেক খুশি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




