সামুর সকল ব্লগার ও মডুদের কে ইংরেজী নতুন বছররের শুভেচ্ছা জানাই," Happy new year 2011"
সামুর এক ব্লগার 'অভ্র ভাষাহোক উন্মুক্ত' এর ব্লগ পড়ে (আই.ডি.এম Internet Download Manager আজীবন ব্যবহার করুন কোন প্যাচ,কীজেন ছাড়াই (না পড়লে মিস করবেন)
পড়ে ওই ব্লগারের দেখানো পথদরে আই.ডি.এম সারা জীবনের জন্য করেনিলাম। কিন্তু মাস দুই না জাইতেই সিরিয়াল কি ফেইক বলে আইডিএম আর কাজ করতেআছেনা।
অনেক চেষ্টা করেও আই.ডি.এম সচল করতে পারতেছিনা। 'অতি লোভে তাতিঁ নষ্ট' বলে যে একটা প্রবাদ আছে আমি সেই প্রবাদের মাইনকা চিপাই পইড়া গেছি।
৫.১৯ র্ভাশনের আই.ডিএম সচল করার কোন উপায় কারো জানা আছে কি? কিবা ৫.১৯ সিরিয়াল কি?
যদি কারো কাছে কোন আইডিয়া থাকে তবে দয়াকরে একটু কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ, ভালথাকবেন সকলে শুভ নববর্ষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




