গড ফাদার করিম মিয়ার বাহিণী, আরেক প্রভাবশালী গড ফাদার রহিম মিয়ার বাহিণীর একজন লোককে হত্যা করেছে, তখন রহিম মিয়া করিম মিয়ার তিন জন লোক কে হত্যা করে। এরপর পুলিশ করিম মিয়াকে ধরে ফেলে এবং জানতে চায়, তুমি কেন খুন করেছ ,, উত্তরে করিম মিয়া বলে, আমার কি দোষ, রহিম মিয়া তো আমার তিন জনকে হত্যা করেছে। তাহলে কি করিম মিয়া দোষি নহে? অবশ্যই দুই জনেই দোষী, করিম মিয়ার দায় বেশি কারন ইনসিডেন্ট করিম মিয়া সৃষ্ঠি করেছে , প্রথমে করিম মিয়া একটা খুন না করলে , রহিম মিয়া ৩টা খুন করতো না , আইনের চোখে দুই গড ফাদার ই দোষি।
এখন মনে করি রহিম মিয়া হোল আওয়ামী লীগ সরকার যারা অনেক মানুষ হত্যা করেছে এবং করিম মিয়া হোল কোটা আন্দোলনকারিরা, যারা জাতির সাথে প্রতারণা করেছে, যেখানে কোটা আইনত বাতিল, সেখানে বাতিলকে বাতিল করার আন্দোলন কি প্রতারনা নয়, আশা করি ২০১৮ সালে কোটা বাতিল এবং ২০২৪ সালের জুনে কোটার প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক বাতিল তারপর সরকারে সুপ্রিম কোটা আপিল, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিত করে, যার অর্থ ২০১৮ কোটা বাতিলের প্রজ্ঞাপন এখন বহাল, তখন কোটা বাতিল আন্দোলনটা দেশবাসিকে ধোকা দিয়ে প্রতারনা, কারন আইনত কোটা বাতিল প্রজ্ঞাপন ২০১৮ এখন বহাল, সুপ্রিম কোর্টের রায় না হওয়া পর্যন্ত।।
শেখ হাসিনা সাধারন ছাত্র ছাত্রীকে রাজাকার বলেছে৷, এই দাবি একেবারে মিথ্যা প্রচারনা এবং এটা অবশ্যই জাতির সাথে প্রতরনা,
সর্ব শেষ আগুল নিয়ে খেলা হোল ভিমরুলের চাকে ঢিল মারা,ভিমরুলের চাকের সামনে দিয়ে যদি কেউ যায় , তখন তাকে ভিমরুল আক্রমন করে বা করতে পারে , যদি ওই ভিমরুল চাকে ঢিল কেউ মারে, তাহোলে কি হয় সবাই জানেন, প্রত্যেক পত্রিকাতে প্রায় আইডেনটিক্যাল নিউজ, কোটা আন্দোলন কারিরা মিছিল করে এসে বিজয় ৭১ হলে ছাত্র লীগকে আক্রমণ করে,তারপরে কাহিনী সবাই জানেন, অনেক মানুষ মারা যায়, কথা হোল ছাত্র লীগ রুপি ভিমরুলের চাকে কেন ইচ্ছা করে কোটা আন্দোলন কারিরা মারলো ? এই যে মারাত্বক আগুন নিয়ে খেলাটা কে শুরু করলো, এর জন্য দোষী কে?
এখন যদি কোটা আন্দোলন কারিদের প্রশ্ন করা হয়, এই তোমরা কেন কোটা নিয়ে প্রতারনা করেছে এবং ছাত্র লীগকে আক্রমণ করে ভিমরুলের চাকে ঢিল দিয়েছ , এর উত্তর যদি কোটা আন্দোলনকারিরা করিম মিয়ার মত দেয়,আমাদের কি দোষ সরকার তো আমাদের অনেক মানুষকে হত্যা করেছে এবং ছাত্র লীগ আমাদের উপরে আক্রমন করেছে ।
আইনের চোখে করিম মিয়া এবং রহিম মিয়া যেমন অপরাধি তেমনি কোটা আন্দোলনকারি এবং সরকার উভয় অপরাধি।
করিম মিয়া প্রথমে একজন খুন করেছে---প্রতিউত্তরে------রহিম মিয়া বেশি খুন করে, কিন্তু ইনসিডেন্টের জন্য করিম মিয়া দায়ি, কারন সে প্রথমে একটা খুন না করলে তিনটা খুন হোত না।
ঠিক একই ভাবে অনেক মানুষ খুন হওয়ার জন্য কোটা আন্দোলনকারিরা দায়ি,তারাই প্রথমে বিজয় ৭১ হলে ছাত্র লীগকে আক্রমন করে , গায়ে পড়ে মারাত্বক পরিস্থিতি তৈরি করেছে এবং যা নেই ,সেটাকে নেই করার দাবি তুলে জাতীর সাথে প্রতারণা ধোকাবাজি করেছে এবং বিভ্রান্ত করেছে , প্রথমে ছাত্রলীগকে আক্রমণ করে, যেটাকে ভিমরুলের চাকে ঢিল মারার মত ঘটনা বলা যায়।
যদি সরকার একটা গ্রেনেড হয় তাহোলে সে গ্রেনেডের পিন কোটা আন্দোলনকারিরা খুলেছিল, তাই তারা অবশ্যই অপরাধি এবং এর জবাবদিহি তাদের এক দিন করতে হবে। গ্রেনেডের পিন খুললে বিস্ফরন হয় , সেই বিস্ফরনের দায় কোটা আন্দোলন কারিদের ই নিতে হবে ।
--------- সংগ্রহকৃত----------
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪১