বাংলাদেশে কোন গণ অভুত্থান হয় নি হয়েছে গণ প্রতারনা । এই গণ প্রতারনা হয়েছে স্টেপ বাই স্টেপ প্রতারনামূলক বেশ কয়েকটা সাম্প্রদায়িক ঘটনার মাধ্যমে । আমার দেখেছি এর আগে বেশ কিছু সংখ্যা লঘুদের উপরে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে আক্রমন, সব ঘটানার পিছে ছিল -- ফেসবুকে গুজব রটিয়ে এলাকা বাসিকে প্রতারিত করে আক্রমন করা ।
কোটা আন্দোলন ছিল গোটা জাতির সাথে গণ প্রতারনা। প্রথমত দেশে কোন কোটাই নেই, যেটা নেই সেটাকে নাই করার দাবি প্রতারনা।
শেখ হাসিনা সাধারন ছাত্রদের রাজাকার বলেন নি কিন্তু রাজাকার বলেছে বলে জতির সাথে প্রতারনা করা হয়েছে ।
সর্ব শেষ -- আন্দোলনে স্নাইপার এবং সুটার দিয়ে নিজেরা নিজেদেরকে হত্যা করে সরকারের উপরে দোষ চাপিয়ে করা হয়েছে গণ ধোকাবাজি প্রতারনা ।
এই আন্দোলন কোন গণ অভুত্থান ছিল না ছিল গণ প্রতারনা ।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪৪