
হঠাৎ বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী নিলা বোমা ফাটালেন আবরার ফারহাদ হত্যাকান্ড নিয়ে , তিনি বললেন আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থাকা শিবিরের হেলমেট বাহিণী , এমন কথা আওয়ামী লীগের কেহ বলে নি ।
আবরাহ ফাহাদের হত্যাকান্ডের অভিযুক্তের অনেকর পক্ষে আইণী লড়াই করেছে জামাতের হাইপ্রফাইল আইণজীবিরদের প্যানেল আডভোকেট শিশির মনির নেতৃত্বে । খটকাটা এখানে কেন ছাত্রলীগের খুনের দায়ের অভিযুক্তের পক্ষে জামাতের হাইপ্রফাইল আইণজীবিরা সহযোগিতা করছিল ?
এখানে আরেকটি উল্লেখ্য বিষয় গত ৫ই অগাষ্টের পট পরিবর্তনের পরে আবরার ফাহাদ হত্যার জন্য শাস্তি প্রাপ্ত অভিযুক্তদের কয়েক জনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় অন্য সব শাজাপ্রাপ্ত আটককৃত জংগিদের সাথে ।
এই বিষয় গুলো এত দিন কারো চোখে পড়ে নি কিন্তু বিএনপি নেত্রী যিনি ছিলেন আওয়ামী লীগের কঠোর সমালোচক তিনি সত্য কথাটি বলে দিলেন , ধন্যবাদ তাকে ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


