হাসিনাকে ধন্যবাদ জোড় করে ১১ বৎসর ক্ষমতায় থাকার জন্য
২০১৩ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ জোড় করে ক্ষমতায় ছিল এবং এটা করার জন্য তারা ধন্যবাদ পাওয়ার পাত্র । শেখ হাসিনা বলেছিল, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থেকে, তাহোলে দেশ আফগানিস্তান হয়ে যাবে , যার প্রমাণ জাতি এখন পেয়ে গেছে ।
যদি ২০১৩ সালে আওয়ামী লীগ হেরে যেত তাহোলে -- কোন যুদ্ধ অপরাধির বিচার হোত না , সবাই ছাড়া পেয়ে যেত , তখন ই ৩২ নাম্বার গুড়িয়ে দেওয়া হোত ঠিক অগাস্ট ২০২৪ পর থেকে আজ যা হচ্ছে, সেগুলোর মত এবং ২০১৩ সালে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসতো তাহোলে দেশের আবস্থা আজে বর্তমান আফগানিস্থানের পর্যায় চলে যেত । তারাও লক্ষ কোটি টাকা চুরি চামারি করতো , সব ধরনের ফ্যাসিস্ট কার্য ক্রম করে দেশের অর্থনীতির ১৪ টা বাজাত । ২০২৫ সালে বাংলাদেশ থাকতো দু:নীতিতে ১ নম্বরে, ফরেন রিজার্ভ থাকত ৪ বা ৫ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ হোত পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ ।
হাসিনা সরকারের সময় ও চুরিচামারি অপকর্ম হয়েছে কিন্তু তারা দেশকে দু:নীতিতে ১৬ তম স্থানে নিয়ে গিয়েছিল, ফরেন রিজার্ভ নিয়ে গিয়েছিল ৪৯ বিলিয়ন ডলার । সুতরাং জোড় করে ১১ বৎসর ক্ষমতায় থাকার জন্য -- ১১ বৎসর তালেবানিকরনকে ঠেকিয়ে রেখে দেশকে উন্নয়নের মডেলে পরিনত করেছিল আওয়ামী লীগ ।
দেশের এই উন্নয়ন হোত না যদি না ১১ বৎসর আওয়ামী লীগ জোড় করে ক্ষমতায় না থাকতো । তাই সাধুবাদ জানাই শেখ হাসিনাকে ।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


