যৌথ বাহিনীর হাতে ধরা পারা ঢাকা বিশ্বিদ্যালয়ের তিন জন শিক্ষক আটকা পড়েচেন। কর্মক্ষেত্রে তারা চৌকস শিক্ষক বলে জানি, আর এদের একজন আমার অতি ঘনিষ্ট একজন রিলেটিভ। উনার পরিবার জড়িত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ৭৫'র নভেম্বরের পট পরিবর্তনের সাথে জড়িত ছিলেনন তার পুরো পরিবার। বাংলাদেশের ভালো বই মন্দ এ পরিবার কখনো চেয়েচে বলে জানা নেই। তাদের এ দেশপ্রেমের মূল্য আমার দেশ দেয়নি। বিনা বিচারে তাদের হত্যা করা হয়েচে তাদের পরিবারের সদস্য দের। এ পরিবারে ছেলে আর মেয়েরা বড় হয়েচে পিতৃ স্নেহ ছাড়া। এরা বাংলাদেশের সাধারন নাগরিক, সংবিধান বলে এদের অধিকার আমার আর আপনার মতই কিন্তু তাদের অধিকার বারবার ভন্গন হয়েচে।
আমি তাদের দুঃখে সমব্যাথি, আমি তাদের বলতে চাই বারবার তাদের প্রতি অন্যায় হয়েচে, এবার হয়তোবা অন্যায় হবেনা। কেন জানিনা কনফিডেন্স পাইনা। আমি আশা করি এবার হয়তো আমরা অন্যায় করবোনা যদি আমার রিলেটিভ দোষী হন, একটি স্বচ্ছ বিচারের মাধ্যমে সরকার এবং রাষ্ট্র তাকে শাস্তি দিবেন। আশা করি রাষ্ট্র তার উপরে কোন প্রকার অত্যাচার করবেনা। বারবার আমার এ রিলেটির পরিবারের উপর অন্যায় হয়েচে, তারা স্বচ্ছ বিচার পায়নি। তাই তাদের শংকা আমারও শংকা।
আমি এবং আমাদের পরিবার বাংলাদেশের মানুষের কাচে ভিক্ষা চাইনা, করুনা চাইনা, চাইনা কোন বিশেষ সুবিধা। শুধু আশা করি একটি নিরেপক্ষ তদন্ত, নিরেপক্ষ বিচার আর প্রভাব বিহীন জিজ্ঞাসাবাদ। রাষ্ট্র, সরকার আর বাংলাদেশের জনগনের কাচে শুধু অনুরোধ, আর রাতের আধারে আমার পরিবারের সদস্যদের বিচার করে ফাসী দিবেন না। আমরা বাংলাদেশকে আপনাদের মতই ভালোবাসি, এ দেশ আমাদেরও। এর সাফল্যে আমরা আনন্দিত হই, কষ্টে ব্যাথা পাই, সময়ে সাহায্য করি। আমরা যদি দোষী হই কোন কারনে আপনাদের কাচে শুধু আশা করি একটা নিরেপক্ষ আচরন, আমরা রাতের আধারে আমাদের পরিবারের সদস্যদের হারাতে চাইনা। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেকানে আমাদের মত দেশপ্রেমিক বা দেশদ্রোহীদের বিচার হউখ দিনের আলোয়।
আমরা ভিক্ষা চাইনা, আমরা চাই শুধু চাই নিরেপক্ষ তদন্ত আর বিচার, কেননা আমরা সেরকম একটা বাংলাদেশের জন্য লড়াই করি
ভিক্ষা চাইনা মা কুকুর সামলাও= চাই শুধু নিরেপক্ষ বিচার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।
ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন
=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।