
কতো উঁচুতে ওড়ে, একটা মিসাইল?
চাঁদকেও গিলে ফেলতে পারে ওটা?
স্পর্শ করতে পারে আকাশের তারাকেও?
পারে না বোধয়, তাই না?
.
বাপ - মা হারা ইয়াতিম সোনার টুকরা আমার
চলো, একটা খেলা খেলি তুমি আর আমি
চলো, এই উদ্বাস্তু শিবিরের তাঁবুকে ঘিরে পাক খাই
পাক খাই মর্গ ঘিরে
ছুটে চলি সেই রাস্তাগুলিতে, যা ছিল তোমার বাড়ির মতোই, একদা
চলো কুড়িয়ে নিই তোমার খেলনাগুলো
কুড়িয়ে নিই বোমার আঘাতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া তোমার হাত, তোমার পা
তোমার হাসি
তোমার বন্ধুরাও সামিল হতে পারে এই খেলায়
হয়তো আম্মুকেও দেখা যেতে পারে তোমার
.
এসো, অঞ্জলি পেতে রাখা আমার দু' হাতের তালুতে একে একে পা রেখে দাঁড়াও
আর আমি তোমাদের ছড়িয়ে দেই আলতো করে
গোটা আকাশ জুড়ে
তোমাদের হাসিরা আকাশ জুড়ে ছড়িয়ে থাকুক নক্ষত্রপুঞ্জ হয়ে
তোমাদের চোখ থেকে মুক্তোর দানার মতো ঝরে পড়া অশ্রু
হয়ে থাক আকাশের বুকে ঝরে পড়া তারা
যাতে করে আবার যখন রাত ঘনিয়ে আসে
তোমাদের আর ঘনায়মান আঁধারকে ভয় না পেতে হয়।
.
আর, তোমাদের এই রেখে যাওয়ার পৃথিবীতে
বোমা যখন আমাদেরকে তাড়া করে ফিরবে
যদি বেঁচে যাই, তো ধ্বংসস্তূপের ওপর বসে
আকাশের দিকে তাকাবো
দেখবো, আকাশ জুড়ে তোমরা জ্বলছ মিটমিট করে
নিজ নিজ আলোয়
আর এই ভেবে সান্ত্বনা পাবো যে
তোমাদের আর এই আঁধার, ছুঁতে পারবে না কখনো।
.
কবিতা - গাজার রাতের আকাশে অনেক তারা
মূল - @fatimazsaid
আমার অনুবাদ
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৫ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




