ব্লগের শিরোনামে যে শব্দগুচ্ছ দেখলেন, সেটা আমার ১০ম বই (৫ম ছোটগল্পের সংকলন) এর নাম। অনুবাদ প্রকাশনী থেকে প্রকাশিত আমার এই বইটি এ বছর মর্যাদাপূর্ণ কালি ও কলম তরুণ কথাসাহিত্যিক এর মর্যাদা এনে দিয়েছে।
এই ব্লগে গল্প লিখে আমার গল্প লেখার হাতেখড়ি। আপনারা খেয়াল করলে দেখবেন, আমার ব্লগের পরিচিতি অংশে খানিকটা মজা করেই লেখা আছে - ' এই ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে বিশাল মাপের ঝাঁকি দেয়ার জন্য নিজেকে প্রস্তুত করিতেছেন' ইত্যাদি। এই পরিচিতির অংশটুকু কিন্তু আমি ব্লগটি খোলার সাথে সাথেই, আজ হতে ১২ বছর আগে লিখেছিলাম।
একটা সাহিত্য পুরস্কার আমাকে বাংলা সাহিত্যকে ঝাঁকি দেয়ার উপযুক্ত করে তোলে নাই নিঃসন্দেহে। কিন্তু, এটা ইঙ্গিত, আমার যাত্রা ঠিক পথে আছে।
ব্লগের প্রথম দিনগুলিতে যারা আমার গল্প পড়ে আমাকে নিয়মিত উৎসাহ দিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।
আমাকে দোয়ায় স্মরণে রাখবেন।
আগামী ২৬ জুলাই সন্ধ্যায় আমাকে ধানমণ্ডি ২৭ এ বেঙ্গল বুকসে এ সম্মাননা, এবং পুরষ্কার বাবদ ২ লাখ টাকার একটি চেক প্রদান করা হবে।
আপনাদের নিমন্ত্রন জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৫ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




