বিনা বিচারে মানুষ মারা নিয়ে (আমার সন্দেহ -আদৌ এরা মানুষ কিমবা আদম সন্তান হিষেবে পরিগনিত কি না) আমার একটা কষ্ট আছে। জানি কাজ হবে না, আমি একা এই সমাজটাকে পরিবর্তন করতে পারবো না তার পরে ও একটা নিজস্ব সাইট ওপেন করেছিলাম। নাম লিখিয়েছিলাম www.extrajudicialkilling.info তো তেমন একটা সাড়া পাই না। ঢাকা শহর থেকে বের হওয়া অনেক দৈনিক পত্রিকার দরজায় উকি দিয়েছি যারা বদলে যাবার কথা বলে, বদলে দেবার কথা বলে সাধারণ মানুষের কাছে।কিন্তু যখন কোন লাভ হলো না ঠিক তখই আপনাদের কথা মনে পড়ে গলো।
ণ-পূংশক রজনীতিবিদদের ঘৃণা করি। নষ্ট এই রাজনীতি আমাকে বা আমাদেরকে দিতে পেরেছে খুব সামান্যই। কনো রাজনৈতিক চেতনার বাহক হিসেবে না, শুধু মাত্র বিবেকের তাড়নায় কিছু করার চেষ্টা মাত্র। রক্ষক হয়ে RAB কিম্বা Police এর ভক্ষকের মতো আচরণের প্রতিবাদে এই সাইট টা খুলেছি।
আপনারা নিজেরা আলোচনা করুন আর সবাই কে বলুন। হতভাগা এই আদম সন্তান আমাদেরই কারো কারো ভাই কারো বাবা চাচা । এভাবে সমাজ পরিবর্তন হয়নি কখনও। হবেও না কোনোদিন। আদালোত থেকে প্রমানিত হবার আগ পর্যন্ত এরা সবাই নিরিহ। গুলি করে ওদের মেরে ফেলে অপরাধ দমন করার কথা যে বা যারা বলছে তারা আমাদের ভুল পথ দেখায়।
আর তাই আমার এই ক্ষুদ্র প্রয়াশ, http://www.extrajudicialkilling.info আপনারা যারা এই বল্গে লিখতে চান ওথবা পরামর্শ দিয়ে সহায়তা করতে চান - mail to : recordmail2010(at)gmail.com
বিনা বিচারে মানুষ হত্মা বন্ধ করতে আপনাদের সাহায্য চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


