নৈশব্দের অহংকারে সব কিছু এখন মৃত্তিকালগ্নে
ধৈর্য আর শংকা কাধে নিয়ে আমি বাজারে চললাম,
এক মুঠো খাবারে যার উদর দরজা লাগিয়ে দেয়,
সেই সব মানুষের মিছিল দেখছি,
পেটে সয়না যা, কাঁধে সয় তা।
হাসতে গিয়েও কেমন যেন এক ফুটো পয়সার মতো
বিবেক আমার পকেটে চলে গেলো।
আমি সাহেবি কেতাদুরস্ত ঢঙে পকেটে হাত ঢুকিয়ে
ভবিষ্যৎ হাতড়াই। নাহ... বাকিটুকু পড়ুন