ফেস্টুন ফুটানি!
এমএবি সুজন
নিজকে নিজে না চিনি
ফেস্টুন রাজনৈতিক ফুটানি
মফিজ মোখলেছ মুচকি হাসে
আবুল সামাদ লঞ্চে আসে বাকীরা বাসে
তাদের আছে ফেস্টুন বাহার
ফেস্টুন ফাটাফাটি রাজনৈতিক হাতিয়ার
ফেস্টুন সমাচার প্রচার পরিচিতি
বড় বড় চাঁদাবাজ ফেস্টুন খ্যাতি
যতবড় চাঁদাবাজ এটেনশন টেন্ডারিস্ট
ততবড় নেতা সে বিট ভেন্ডারিস্ট
ফেস্টুন ব্যানার পোস্টার ব্যাঙের ছাতা
আকাশগামি বিলবোর্ডে জুয়াচোরের মাথা
এসব হাইব্রীড রাজনীতি নিত্য ছলাকলা
ফেস্টুন ফাটা রাজনীতি হলুদ কাঁচকলা
সুজন এমএবি খেয়ালে বলে
আদব আহত বেয়াদবের দলে
জানতে চাই আবার রাজনীতি তুমি কার?
পোস্টার ব্যানার আর ফেস্টুন বেশি যার??
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




