আধা লিটারের পানির বোতল দোকানদার কেনে সর্বোচ্চ ১২.৫০ টাকায় আর ভোক্তার কাছে বিক্রি করে ২০ টাকা। এগুলো কি ডাকাতি না?
গোপন সূত্রে যতটুকু জানা যায়,
প্রাণ ৮.৫ টাকা কেনা
ফ্রেশ ১০ টাকা কেনা
জীবন ৮.৭৫ টাকা
সান ৮ টাকা কেনা
এর বাহিরে কতকগুলো লোকাল কোম্পানি আছে ৬.৫/৭ টাকা পর্যন্ত বিক্রি করে থাকে। এগুলো সর্বোচ্চ ১২ টাকার বেশী হওয়ার কথা না।
কোম্পানীগুলো ১০ টাকার পানি ২০ টাকা এমআরপি দিচ্ছে কেন সেটাও খতিয়ে দেখা উচিত।
স্বোচ্চার হোন সবাই। শেয়ার করে ছড়িয়ে দিন্। লুটপাটের আস্তানা, এই বাংলায় আর হবে না।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৮