কখনো কোনদিনও ভাবিনি তোমার হাত ছেড়ে দিয়ে
বেঁচে থাকতে হবে আমাকে !
কখনো ভাবিনি তুমি আমায়
ছেড়ে চলে যাবে ।
কিন্তু বাস্তবতা !
এখন আমাকে ভীষণভাবে
যন্ত্রণা দেয়,
তুমি অনেক স্বপ্ন দেখিয়েছো
কিন্তু তোমার অভিনয়ের কথা
বলোনি আমাকে,
হ্যাঁ তুমি,তুমিই তোমার
সমস্ত কথা গুলো ভুলে গেছো !
তুমি ছেড়ে চলে গেছো আমায়,
এত দূরে চলে গেছো যে আমার বাস্তবতাও তোমায় স্পর্শ
করে না !
আমার কষ্টিত হৃদয়ের চিত্কার
তোমার কান পর্যন্ত পৌছায়না !!
আমি তোমার চোখের কান্না
দেখেছি,
আর তোমার হঠাৎ করে
বদলে যাওয়া দেখেছি ।
শুনেছি মিথ্যা প্রতিশ্রুতির প্রতিটি শব্দ ।
আমি দেখেছি তোমার
ভালোবাসি তোমাকে-নামক
মিথ্যা কাব্য রচনা ।
সত্যিই ভাবিনি আমি,
কখনো না-তুমিই
এমন করবে !
কিছু বাস্তবতা আমাকে
নির্বাক করে দিয়েছে ।
হ্যাঁ প্রিয়তমা,
আজ তোমার না থাকাটা
আর তোমার বিদায় আমাকে
নির্বাক করে দিয়েছে !
তোমার কিছু মিথ্যা আবেগ
শুধু শুধু আজ আমার
চিন্তাজগতকে নিথর করে
দিয়েছে ।
সবকিছু সৃষ্টি করে,আবার ধ্বংস
করেছো !
আমাকে নির্দয়ভাবে দূরে ঠেলে
বড় বেশি সুখে আছো,
তাই না সুখবিলাসীনি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


