আপনারা কেন বুঝেন না, বিএনপি-জামাত অতি জনপ্রিয় একটি সরকার। সফলভাবে পাঁচ বছর দেশ চালিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। যুবরাজকে নিয়ে জাতীয়তাবাদী রাজনীতি মঞ্চস্থ করেছে। হাওয়া ভবন দিয়ে দেশ চালিয়েছে। উচ্চ দ্রব্যমূল্য আর বিদু্যৎ সংকট উপহার দিয়ে জনগণের সকল অনুভূতিকে পক্ষাগাতগ্রস্থ করেছে। রাজাকার নিজামী-মুজাহিদের গাড়ীতে স্বাধীনতার পতাকা উড়িয়ে লাখো শহীদের রক্তের যথার্থ ঋণ শোধ করেছে। দেশে ইসলামী মূল্যবোধকে শক্তিশালী করেছে। সেজন্য জেএমবি'র সহায়তায় ইসলামী ও উগ্র জঙ্গীবাদকে উস্কে দিয়ে আপনাদের রক্ত ঝড়ানো হয়েছে। আপনারা তারপরেও কেন বিএনপি-জোট সরকারকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছেন?
আপনারা কেন বুঝেন না, বিএনপি-জামাত জোট অত্যন্ত জনপ্রিয়। তাই, নির্বাচন কমিশনে কোন রকম সংস্কার হলেই সবকিছু নাপাক হয়ে যাবে। নিমিষে উবে যাবে আমাদের সফল জনপ্রিয়তা। আমাদের ধর্মপুএ আজিজের হাতে আছে পরবতর্ী নির্বাচনের চাবিকাঠি। তাকে ব্যাহত করার কোন অধিকার আপনাদের নেই। আপনারা দয়া করে অথর্ব আজিজকে সরাবার বালসূলভ আর্জি-আবদার করবেন না।
আপনাদের বয়স হয়েছে, বুদ্ধি হয়নি কেন? আপনারা কেন বুঝেন না, সামরিক শাসক জিয়ার অবৈধ সন্তান হচ্ছে এই জাতীয়তাবাদী দল। এই দলের জন্ম হয়েছে সামরিক উর্দি পড়ে সেনানিবাসের আতুড় ঘরে। তাই মিনতি জানাই, আমাদের জাতীয়তাবাদী পোশাক হরণ করে আমাদেরকে নগ্ন করবেন না। সামরিক নিবাস থেকে এখনও আমরা বেরোতে পারিনি। সেখানে এখনও সানন্দে রাত কাটাই। কেন বুঝেন না, এদেশে গণতন্ত্র নয়, বন্দুকের নলই হচ্ছে সকল ক্ষমতার উৎস। বন্দুকের নলের কাছে আপনারা সব হারিয়েও তা ভুলে যান কেন?
তাই আবারও বিনীত অনুরোধ জানাই, অবরোধ চাই না। চাই নীলক্ষেত থেকে সদ্য কেনা একটি রাবার স্ট্যাম্প। উপহার দিতে চাই নির্বোধ আজিজকে। ইয়াজুদ্দিনকে। তাদের হাতের ছোঁয়ায় আবারও ম্যন্ডেট পাবে বিএনপি-জামাত জোটের জনপ্রিয় দেশ শাসনের নতুন ম্যান্ডেট। চাই শহরব্যাপী যুবরাজের হাস্যময় করমর্দেনর বিজ্ঞাপন। চাই উগ্র ধর্মব্যবসায়ীদের আস্ফালন। চাই বন্দুকের কাছে গণতন্ত্রের আত্মসমর্পন। চাই বিরোধী দলের আত্মহনন। চাই রাজতন্ত্রের আগমন।
তাই অবসান চাই অবরোধের। অভু্যত্থানকে বড্ডো ভয় পাই। ভয় পাই গণজাগরণকে। চাই না নব্বইয়ের পুনরাবৃওি। চাই পক্ষাগাতগ্রস্থ বিবেকবোধ। চাই জাতীয় অন্ধত্ব। চাই রাজাকারের হাতে রক্তাত্ব শহীদি পতাকার ভার। চাই কৃতঘ্নতার প্রতিশ্রুতি। চাই বিশ্বাসঘাতক মীরজাফরের পুনর্জন্ম ও স্থায়ী পুনর্বাসন। তাই আসুন নির্বিকার হয়ে থাকি। নির্লিপ্ত হয়ে থাকি। নিরাসক্ত হয়ে থাকি। বিবেকহীন পরাভূত মানসিকতার কাছে স্বাধীন চেতনার কি কোন মূল্য আছে?
"তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খান্ডবদাহন?..."
শামসুর রাহমান
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



