সূর্য পৃথিবীকে আলোকিত করে। সেই সূর্যের আলো জানালা গড়িয়ে যখন নিজের ঘরে প্রবেশ করে, তখন তা কিন্তু সবকিছু আলোকিত করতে পারে না। নিজস্ব সংস্কারবোধের একপেশে দেয়াল তুলে যদি অন্ধকারকে লালন করা হয় সেখানে সূর্যের আলো কখনও ঢুকে না। সেখানে শুধু বাস করে অন্ধকার। সেই অন্ধকারে দু'পা হাঁটতে গেলেও তারা হোঁচট খায়। তাই দীর্ঘ 35 বছর পেছনে হেঁটে দিনের আলোর মতো মুক্তিযুদ্ধের চেতনাকে দেখতে গেলে তারা আরও বিশাল ধাক্কা খাবে আর বিভ্রান্ত হবে, তা আর বিচিএ কি? দেয়ালের আড়ালে ঘুপটি মারা অন্ধকারের জন্য কি সূর্যকে দায়ী করা চলে
?
"আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা,
আলো নয়ন-ধোওয়া আমার, আলো হূদয়-হরা
নাচে আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে_
বাজে আলো বাজে, ও ভাই, হূদয়বীণার মাঝে_
জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি...।"
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



