এ এক অভিশপ্ত তৃষ্ণা আমার!!
আমি তৃষ্ণার্ত, অবিশ্বাস্য রকমের তৃষ্ণার্ত, হয়তো প্রাগৈতিহাসিক যুগের প্রারাম্ভ থেকেই ভুগছি আমি এই অভিশপ্ত তৃষ্ণায়!
তোমার জাদুকরী হাতের স্পর্শে আমাক ছুঁয়ে দাও, জড়িয়ে নাও মোহবিষ্টতার আশ্বাসে।
অন্তত একবার ছুঁয়ে দাও,আমাকে মুক্ত করো অভিশাপ থেকে, একবার জড়িয়ে ধরো অদ্ভুত ক্ষীপ্রতায়!
গ্রীষ্মের প্রখর রোদে অতিষ্ঠ চাতক এক ফোঁটা বৃষ্টিজলের জন্য যতটা উন্মুখ... বাকিটুকু পড়ুন

