প্রিয় মডারেটর,
কেমন আছেন আজকে? সব কুশল তো? আজকে আপনার কাছে দ্বিতীয় চিঠি। আমি আজকে ভালো আছি।
আজকে আমি আপনাকে লিখছি কারণ আজকে আমার জন্য একটা বিশেষ দিন। আজকে আমি জেনারেল ব্লগার হলাম। ধন্যবাদ।
গত ২১শে জুলাই আমি একটা পোস্ট দিলাম,কেন কমেন্ট করতে পারছিনা,কেন জেনারেল হচ্ছিনা। আর কতোদিন বসে বসে কেবল মানুষের সুন্দর সুন্দর লেখা পড়বো, আমি লিখবো কবে নাকি মডারেটর ভাই জানেন আমি বাজে লিখি তাই দেখছেন আমি কি করি!
যাকগে, গতকাল পর্যন্ত আমি জেলের ভেতর বসে বসে কেবল বাইরেটা দেখতাম, আমরা এমনিতে যে জেল বুঝি তার সাথে এই জেলের বিস্তর ফারাকের কয়েকটা হলো , ওই জেলের ভেতর থেকে বাইরে একরকম দেখা যায়, আর জেলে মিনিটের ও কম ব্যবধানে বাইরটুকু পরিবর্তিত হয়( মানে পোস্ট আসে আর কি!)
একটা খোলা জানালাও( প্রথম পাতা) আছে বৈকি!
ওই জেলে কেউ কিছু অপকর্ম করে ঢুকে, আর এই জেলে দেখা হয় কেউ অপকর্ম করছে কি না, করলে ঘাড় ধাক্কা দিয়ে বিদেয় করা হয়, তবে প্রথমেই দেখেন তারপর জেনারেল করেন, যেখানে আমরা জেনারেল থাকি জেলে ঢুকার আগে।
ওই জেলে তাও মুখ খোলা যায়,এখানে তো মুখ খোলাটা এরকম, কারোর টনসিল ফুলে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছেনা, অথচ উনি কথা ঠিকই বলছেন(কমেন্ট করছি নিজেরটায়, আর বাকিদের ক্ষেত্রে মুখে),আর যারা শুনছেন সেটি কেবল ফ্যাসফ্যাস শব্দ।
এখন আমি আপাতত জেনারেল হলাম,
আজ ৫১ দিন পর আমি আজকে জেনারেল হলাম। আমার যে আরো বেশিদিন হয়নি তানজিয়া মোবারক মনীষার মতোন, তাই তো বেশী!
যাকগে, আপনি মঁধু ভাই,ভালো থাকুন, আমিও ভালো থাকি,পোস্ট দেখি,করি বা নাই করি, অন্ততঃ জেনারেল থাকি।
ইতি, ধন্যবাদজ্ঞাপনপূর্বক,
সদ্য জেনারেল হওয়া ব্লগার
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


