আমি তৃষ্ণার্ত, অবিশ্বাস্য রকমের তৃষ্ণার্ত, হয়তো প্রাগৈতিহাসিক যুগের প্রারাম্ভ থেকেই ভুগছি আমি এই অভিশপ্ত তৃষ্ণায়!
তোমার জাদুকরী হাতের স্পর্শে আমাক ছুঁয়ে দাও, জড়িয়ে নাও মোহবিষ্টতার আশ্বাসে।
অন্তত একবার ছুঁয়ে দাও,আমাকে মুক্ত করো অভিশাপ থেকে, একবার জড়িয়ে ধরো অদ্ভুত ক্ষীপ্রতায়!
গ্রীষ্মের প্রখর রোদে অতিষ্ঠ চাতক এক ফোঁটা বৃষ্টিজলের জন্য যতটা উন্মুখ থাকে,
একবার তোমাকে দেখব বলে ঠিক ততটাই তৃষ্ণার্ত আমার এ দুচোখ।
অন্তত একবার দেখা দাও, পূর্ণ করো আমার সকল অপূর্ণতার আচ্ছাদন।
আমার হৃদমন্দিরের বহমান সরলরেখাটা- তোমার হৃদয়ের সাম্রাজ্যকে ছেদ করবে বলে, অনন্তকাল ধরে আমার এই ছুটে চলা।
একবার অন্তত অনুভব করতে চেষ্টা করো- কতটা আক্ষেপ জমে আছে এই হৃদপিণ্ডে আমার!
আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি কম্পন শুধু যে তোমারই নাম জপছে, অবিরাম প্রার্থনার মত। আমাকে ঠাঁই দাও হৃদয়-সাম্রাজ্যে তোমার!
যদি তোমার তপ্ত হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে গোপন কোন কষ্ট-
বর্ষার নবধারা হয়ে আমিই নাহয় ঝরে যাব অবিরাম, তোমাকে ভেজাবো অতলস্পর্শী সুখে।
নিজেকে বিলীন করে হলেও নিঃশেষ করবো সমস্ত কষ্ট তোমার!
আসবে কি তুমি? আসবে তো তুমি?
যদি দেখা দাও, যদি ফিরে আসো-
আমরা মিশে যাব জোনাকিদের ভিড়ে,
স্নান করবো শঙ্খনীল জোছনায়,
ভেসে বেড়াবো নীলকণ্ঠী নৌকায়,
আমাদের দেখে ঐ হিংসুটে চাঁদটাও
আঁতকে উঠবে অস্ফুট হিংসায়।
বিশ্বাস করো-
পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আমি তোমাকে দেব, যে ভালোবাসা পৃথিবীর কোন মানব-মানবী পরস্পরকে দিতে পারেনি আজ অবধি!
আমার চিবুক বেয়ে গড়িয়ে পরা প্রতিটা অশ্রুবিন্দুর কসম,
আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি হে প্রিয়তম-
তোমাকে আমার করে নেব, আমাকে সপে দেব বাহুডোরে তোমার।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


