আমার সহ্য হয় না মানুষের অশুভ শক্তি!
ভয় করি অশুভ মন
আর ঘৃণা করি সমস্ত অশুভ দৃষ্টি !!
পৃথিবীর যত অশান্ত যুদ্ধ আর কলহ
সবকিছুর শিকড় এই প্রেতাত্মা অশুভ মন।
তাই আজ থেকে হোক আমার প্রতিজ্ঞা
আমি দলিত মথিত আর
বিনষ্ট করে দেব সমস্ত অশুভ আত্মা কে,
ভস্ম করে সব অবিশ্বাসী ভাবনা কে..
ফিরিয়ে আনব ই আমি আমার জগতে
বিশ্বাস আর স্নেহের স্নিগ্ধতা
বন্ধুত্ব আর ভালোবাসার মায়াময়তা !
ফিরিয়ে দেব ই চারপাশ জুড়ে
অজস্র পবিত্র
প্রাণচাঞ্চল্যতা ।।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১২ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




