অদ্ভুত কিছু সময় , অদ্ভুত কিছু অনুভুতি
ধোঁয়াশার মত একেকবার
উঁকি দিয়ে যায় আমার মানস পটে ,
জন্ম পরিচয় ই কি মানুষের সবকিছু ??
ভবিষ্যৎ জীবনের নীতি নির্ধারক !?
চা বাগানে জন্ম নেওয়া শিশুটি
যার পিতৃ পরিচয় অজানা ,
গর্ভধারিণী হয়তবা কোন প্রোড় লোভাতুর ম্যানেজার এর
টাকা দিয়ে কেনা পার্টটাইম শয্যাসঙ্গিনী।
হয় যদি সে শ্রেষ্ঠ গুণাবলীর মানুষ্যবর ,
খুব জনপ্রিয় সে সভ্য সমাজে আপামর ।
এরপর তুমি আমি আমরা
কথিত সভ্য সমাজের সব অধিবাসীরা
জেনে যাই তার অনাকাঙ্ক্ষিত জন্ম রহস্য
তাকে কি টেনে আনিনা ধুলা মাটি তে ?
ক্রোধে কি পিষে ফেলতে চাই না পদতলে ?!
নিমিষেই মিলিয়ে যায় তার শত সহস্র গুনাবলি
আর আমরা সভ্য মানুষ (!)
মানুষ কেই বানিয়ে নর্দমার কীট
করি সে কি ভয়ানক রকমের বাহাদুরি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




