
"চলতি ২০২৩–২৪ অর্থবছরে ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষিত হলেও সংশোধিত বাজেটে তা কমে ৭,১৪,৪১৮ কোটি টাকায় দাঁড়ায়। আগামী ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আয়–ব্যয়ের চিত্র (কোটি টাকা)।" - প্রথম আলো
"বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : সিপিডি" - ইনকিলাব
বাংলাদেশের বাজেট বরাবরই আমার কাছে ভাঊতাবাজি ছাড়া আর কিছুই মনে হয় না। তারা বাজেট এমন ভাবে সাজায় যাতে টাকা মারতে সুবিধা হয়। অর্থের নিয়ন্ত্রণ তাদের নিজেরদের হাতে থাকে। শিক্ষা, চিকিতসা আর বেকার সমস্যা যেখানে প্রথম সারিতে রেখে বাজেট করা উচিৎ সেখানে কি করতে চাইছে তারা উপরওয়ালাই ভাল বলতে পারবেন।
দেশ চালাচ্ছে তারা কি দেশের সামনে আগত অন্ধকার আগামী দেখতে পায় না!!!!
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



