বিঃদ্রঃ- ইহা একটি ফান পোস্ট কোন ব্যাক্তিকে সামান্যতম আঘাত দেয়াও এ পোস্টের উদ্দেশ্য নয়।
অনেক দিন ধরে ব্লগে বেশ সুন্দর পরিবেশ । ক্যাচালের স্বর্নযুগ কোথায় যেন হারিয়ে গেছে


ক্যাচালের উন্মাদনা, উত্তজনা থেকে অনেকদিন বঞ্চিত।


এসব দেখে কেন যেন স্বভাব সুলভ ঔৎসুক্য কাজ করে । কোথাও কারো ল্যান্জা দেখা যায় কিনা। কিন্তু নাহ আমি একেবারে হতাশ। সবাই শান্ত সুবোধ হয়ে গেছেন। একবারে সাপে নেউলেতে গলায় গলায় সম্পর্ক। নিরাশ হয়ে মনে হল আমিই না হয় একটু ল্যান্জা বাহির করি। সেই মহান উদ্দেশ্য পূরণ কল্পেই আমার এই ক্যাচালীয় ধাঁধা-
শর্তঃ
১. কেচাল ব্লগার এবং গার্বেজ ব্লগার বাদে ব্লগে মোট ছাব্বিশ জন ব্লগার রয়েছেন। ( কেচাল ব্লগারের পক্ষে দশজন. গার্বেজ ব্লগারের পক্ষে দশজন আর ছয় জন এলিট ব্লগার এই ছয়জন ব্লগার কারো পোস্টে কোন মন্তব্য করেন না এমনকি নিজের পোস্টে কেউ মন্তব্য করলে উত্তরও দেন না )
২. নিজের পোস্টে কেউ নিজে মন্তব্য করতে পারেন না।
৩. কেচাল ব্লগারের পোস্টে শুধু তার পক্ষের ব্লগাররা মন্তব্য করেন আর গার্বেজ ব্লগারের পোস্টে করেন তার পক্ষের ব্লগারেরা।
৩. একজন ব্লগার কোন একটি পোস্টে ৩ টির বেশি মন্তব্য করতে পারেন না।
৪. আলোচ্য সময়ের মধ্যে কোন নতুন ব্লগার ভাই , বহিন বা উপরে উল্লেখিত ছাব্বিশ জন ব্লগারের কোন জড়ুয়া ভাই, জড়ুয়া বহিন ব্লগে এন্ট্রি পাননি।
৫. দুজন ব্লগার সব সময় এক সাথে একটি করে পোস্ট দেন। (কেচাল এবং গার্বেজ)
এখন একজন কেচাল প্রিয় ব্লগার তার প্রতি কেচাল পোস্টে ১০ টি করে মন্তব্য পান। কিন্তু তার প্রতি কেচাল পোস্টের পর তার পক্ষের একজন ব্লগার মর্মাহত হয়ে ব্লগ ছেড়ে চলে যান।
আর গার্বেজ লেখক তার প্রতি পোস্টে ৪টি করে মন্তব্য পান। কিন্তু তার দলের কেউ ব্লগ ছেড়ে চলে যান না।
প্রশ্নঃ
১. তাদের কততম পোস্ট থেকে কেচাল ব্লগারের চেয়ে গার্বেজ ব্লগারের পোস্টের মন্তব্য বেশি হবে?
২. তাদের কততম পোস্টে গিয়ে গার্বেজ ব্লগারের মোট প্রাপ্ত মন্তব্য কেচাল ব্লগারের প্রাপ্ত মোট মন্তব্যের চেয়ে বেশি হবে?

















