আমাদের স্বদেশ প্রেম উত্তর উত্তর বৃদ্ধি পাইতেছে। ইহা আমাদের পতাকা তথা পতাকা প্রীতি দেখিলেই পুরোপুরি প্রতিভাত হয়। ছোট বেলায় শহীদ মিনারে গিয়াছি, বিজয় দ্বিবস বা স্বাধীনতা দ্বিবসের প্যারেডেও অংশ নিয়াছি, কিন্তু পতাকার প্রতি বিশেষ প্রীতিতে উদ্বেলিত হই নাই। জাতীয় পতাকা সম্মনের, সাবভৌমত্বের প্রতিক ইহাই জানিতাম শুধু। এখন দেখি বিশেষ দ্বিবস গুলায় কপলে, ললাটে, হস্তে জাতীয় পতাকা অঙ্কিত হয়। ইহা হইতে বোঝা যাইতেছে যে আমাদের স্বদেশ প্রেম বৃদ্ধি পাইয়াছে, যাহা অত্যন্ত সন্তোষের বিষয়। তবে আমাদিগের কার্যকলাপ দেখিলে কিন্তু স্বদেশ প্রেমের পরে একটি প্রশ্নবোধক চিহ্ন অঙ্কিত হয়। সে কারণেই মনে হয় আমাদের জাতীয় পতাকার চাইতেও অধিক গুরুত্বপূর্ণ হইয়া গিয়াছে পতাকা দণ্ড। ছোট বেলায় একটা পতাকা পাইলে উহা পাটকাঠী, কঞ্চি বা একখানা মুলি বাশের ডগায় লাগাইয়া লইয়া বেড়াইতাম। কিন্তু স্বদেশ প্রেম এখন এত হাল্কা, ভঙ্গুর নহে। এখন আমাদের পতাকা দণ্ডের দৈর্ঘ্য এবং বেধ বাড়িয়া গিয়াছে। আচার, স্বৈরাচার, অনাচার কিংবা দুরাচার সবাই পতাকা দণ্ড হিসাবে এখন লম্বা শক্ত বাঁশ, গজাড়ী কাঠ, উইকেট, পাইপ বা লৌহ দণ্ড ব্যবহার করা শুরু করিয়াছে। আমাদের পতাকার দণ্ড যত শ্ক্ত হইতেছে আমাদের স্বাধীনতা, গনতন্ত্র, সার্বভৌমত্ব উত্তর উত্তর তত মজবুত হইতেছে!!
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০০