এই মাস দুয়েক আগে যখন সোসাল মিডিয়ায় গুজবের ছড়াছড়ি ছিল। তখন বেশীর ভাগ ব্যাক্তি সেগুলোকে সত্য বলে বিশ্বাস করেছেন। যদি একেবারে অকাট্যভাবে তাদেরকে প্রমান দেয়া হয়েছে যে বিষয়টি গুজব, তখনও মুখের উপর তারা বলে দিয়েছেন " অবাধ তথ্য প্রবাহ না থাকলে গুজব রটবেই" অর্থাৎ তথ্য প্রবাহ অবাধ হলে গুজব রটবে না।
এখন তো এ দেশে বাকস্বাধীনতা, অবাধ তথ্য প্রবাহ রয়েছে , তাহলে এখন আওয়ামী ফ্যাসিস্টরা গুজব রটাচ্ছে বলে এতো হৈচৈ কেন। এ রকম অবাধ তথ্য প্রবাহের যুগে গুজব রটছে কি করে! নাকি তথ্য প্রবাহ এখনও অবাধ না?
আসল কথাটা বলতে কেন জানি আমাদের খুব লজ্জা হয়। আমরা বাঙালী জাতি আমাদের সত্যের চেয়ে গুজবের প্রতি আকর্ষণ অনেক বেশ, তাই গুজব রটে। যতদিন আমরা এমন থাকবো ততদিন আমাদের প্রাণ প্রিয় গুজবের সরবরাহ আমাদের জন্য থাকবেই, সে তথ্য প্রবাহ অবাধ হোক বা স্ববাধ হোক, আর জবে মনযোগী না হলে আমাদের গু'জব নিয়েই ব্যস্ত থাকতে হবে।