যদি প্রশ্ন করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতিবাজ সরকার কোনটি। সবাই এক বাক্যে উত্তর দিবেন গত আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এটি একেবারে সবার মুখস্ত বা ঠুটস্থ। আমিও এই পাবলিক পারসেপশনটিই বিশ্বাস করতে চাই। কিন্তু আমার স্বভাব আবার খুঁতখুঁতে যাঁচাই বাছাই না করে কোন কিছু বিশ্বাস করতে চাই না।
দুর্নীতি কি এমন কোন বিষয় যে পাল্লায় তুলে দিলাম আর বেশি, কম বোঝা হয়ে গেল। দুর্নীতি যে এ রকম কিছু না সেটা আমরা সবাই জানি। তাহলে দুর্নীতি মাপার উপায় কি? পত্রপত্রিকার খবর এবং জনশ্রুত ধারণা? একেবারে এ ব্যাপারে ন্যুনতম যাদের জ্ঞান আছে তারাও জানেন দুর্নীতি নির্ণয়ে এটা কোন স্বীকৃত পদ্ধতি না। কোন দেশের দুর্নীতি নির্ণয়ের সঠিক পদ্ধতি হতে পারে জরিপ, তথ্য, তত্ত্বের বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক গবেষণা। পক্ষপাত মুক্ত হয়ে আমাদের দেশের কোন প্রতিষ্ঠান এ রকম কাজ করে কিনা আমার জানা নেই। আমার জানা মতে এ দেশের দুর্নীতি নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান TIB। বাংলাদেশের দুর্নীতির পরিমাপক হিসাবে TIB রিপোর্টকেই আমি এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য মনে করি।
আসুন আমরা এ সম্পর্কিত গত ২৩ বছরের TIB এর একটি গ্রাফ দেখি-
Link
এখান থেকেই বাংলাদেশে কোন সালে দুর্নীতির অবস্থা কি ছিল তার ধারণা পাওয়া যাচ্ছে। এই গ্রাফ থেকে স্পস্টতঃ বুঝা যাচ্ছে ফ্যাসিবাদ সরকারের চেয়েও গণতান্ত্রিক শাসন আমলে বাংলাদেশের দুর্নীতির অবস্থা খারাপ ছিল। তারপরও যদি আমরা বলি যে গত সরকারের আমলেই দুর্নীতি সবচেয়ে বেশী ছিল। তাহলে TIB িরপোর্টে তা সঠিকভাবে প্রতিফলিত না হওয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে আমি কাঠগড়ায় দাঁড় করাবো।
এখানকার কোন বক্তব্যে কোন ভুল থাকলে যুক্তি সহকারে তুলে ধরার অনুরোধ রইল। আমি সত্য জানতে চাই। ধন্যবাদ।