***ফান পোস্ট*** কাউকে সামান্যতম আঘাত করাও এ পোস্টের উদ্দেশ্য না
দেখতে দেখতে ব্লগে একযুগ পার করে দিলাম। ব্লগে আছি অনেকটা- নাইতে নেমে চুল না ভেজানোর মতো ,কিন্তু ভাবতে পারিনি আসলে -অথৈ জলে ডুবে গেছি। গত দুদিন ধরে কাজ কাম যে একদম ছিলনা তা না, যথেষ্টই ছিল। সব কাজ ঠিক মতই শেষ করলাম, তারপরও যেন মনের মধ্যে খচখচ করছিল, কি নাই/কি করি নাই! বিড়ি খোরের যেমন সব খাবার খেয়েও মনে হয় কি খাই নাই ! কি খাই নাই ! তারপর মনে হয় ও বিড়ি খাওয়া হয় নাই। আমারও দুদিন ধরে এমন অবস্থা ছিল। আজ সামুতে ঢুকতে পেরে কি নাই, কি করি নাই ভাবটা চলে গেল। এর পর বুঝলাম আসলে মনের অজান্তেই আমি সামু এডিক্টাস হয়ে গেছি।
সবার জানা আছে যে বৈজ্ঞানিকগন প্রণিজগৎকে অধ্যায়নের সুবিধার্থে বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করেন। মানুষ হচ্ছে হোমো ইরেক্টুস থেকে আগত হোমো সেপিয়েন্স প্রজাতি আর আমরা যারা সামু ব্লগে লিখি তারা হ্চছি হোমো সেপিয়েন্স প্রজাতির, ব্লগও ইন্ডিক্টাস উপপ্রজাতির সামু এডিক্টাস গ্রুপ । না হলে consti.... হাসি দেয়া ইমো নিয়ে কোন এক ভদ্রলোক ক'দিন পর পর উপস্থিত হয়ে এর ওর সর্বনাশ (জেনারেল) করার পরও আমরা কেন সেই ভদ্রলোক, সেই ব্লগকে ভালবাসি । একদিন ব্লগে ঢুকতে না পারলে কি হয় নাই, কি করি নাই ধরনের অতৃপ্তিতে ভুগি, কারণ আমরা সবাই হচ্ছি সামু এডিক্টাস।
তবে আমাদের গ্রুপের মধ্য শীর্ষ এডিক্টাস হলেন সামু গোল্ডেন মুন এডিক্টাস।