কাঁঠালের কি আমসত্ত্ব হয় ? হয় ভাই এ দেশে সবই হয়। কুটিল বুদ্ধি , বাগ্মিতা আর কিছু জারি জুরি জানলে আপনি সহজেই কাঁঠালের আমসত্ত্ব বানাতে পারবেন।
কাঁঠালের আমসত্ত্ব বানানের জন্য প্রথমেই আপনাকে কিছু কানা এবং বুদ্ধি প্রতিবন্ধী ভক্ত জোগাড় করতে হবে। এরপর জোগাড় করতে হবে একটা কাঁঠাল আর সাথে রাখুন ধর্ম এবং বিদ্বেষ এর পাঁচফোড়ন আর আমসত্ত্ব। ভক্তদের সামনে কাঠাল ভাঙ্গবেন তারপর একটা গামলায় পূর্বোক্ত পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ চটকাবেন , এর পর গামলাটা নিয়ে ঘরের ভিতর ঢুঁকে আগে থেকে রাখা আ্মসত্ত্ব সেই গামলায় করে নিয়ে এসে ভক্তদের মাঝে বিলিয়ে দিবেন। দেখবেন ভক্তরা মারহাবা, মারহাবা রব তুলে আমসত্ত্বকে কাঁঠালের আমত্ত্ব মনে করে খেয়ে নিবে, একবারও প্রশ্ন করবে না এটা কিভাবে সম্ভব!
নিত্য দিনের ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে প্রতিদিন আমরা এরকম কাঁঠালের আমসত্ত্ব বানিয়ে যাচ্ছি।
নিজে সৎ না হয়ে দূর্নীতিমুক্ত দেশ চাচ্ছি, পরিশ্রম না করে উন্নত জাতি হওয়ার স্বপ্ন দেখছি, পরমতের প্রতি সহনশীল না হয়ে গনতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখছি।