আজ পত্রিকার একটি খবর শেয়ার করতে ইচ্ছে হলো। প্রথমে নিচে খবরের লিঙ্কটি দিলাম-
প্রথম আলোর খবর-
খবরের বিষয় -আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি পোষ্টে লিখেছেন--

এর প্রতিবাদে আমাদের উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য-
‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।’
আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এর প্রতিবাদে করে বলেছেন-
‘এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।’
এ খবরের পরিপ্রেক্ষিতে মন্তব্যগুলো হলোঃ
Unnamed User Today at 4:03 PM
অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। উপদেষ্টার উচিত হিসাব করে মন্তব্য করা, প্রতিক্রিয়া দেখানো।
ভারতীয় সেনাবাহিনী বিজয় দিবস যথেষ্ট শ্রদ্ধার সাথে পালন করে থাকে, বিশেষত ফোর্ট উইলিয়াম এ।
admin H Today at 4:02 PM
How a PM of Inida can write such thing?? Bangladesh is an Independent country
khokon Today at 4:02 PM
প্রধানমন্ত্রী মোদি খারাপ কিছু বলে নাই l উনি শ্রদ্ধার সাথে ভারতের সৈন্যদের স্মরণ করেছেন l আমাদের মুক্তিযুদ্ধে অনেক ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছে
Emdadul Huq Today at 3:42 PM
সম্পাদিত
বাংলাদেশের উচিত ভারতের হাইকমিশনারকে তলব করে এর তীব্র প্রতিবাদ জানানো এবং এর ব্যাখ্যা চাওয়া।
মন্তব্যগুলো মূলত দুই ভাগে বিভ্ক্ত এবং একেবারে ১৮০ ডিগ্রী বিপরীতধর্মী। এ থেকেই আমাদের মধ্যেকার বিভাজনটা সুস্পষ্ট বুঝা যায়।
কি মনে হয় মোদির এ পোষ্ট যৌক্তিক/ অযৌক্তিক/ অন্যায়/ অনভিপ্রেত? কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


