
পুত্তিকা দু’পায়ে হেঁটে যাচ্ছে
গন্তব্যহীন পথ- উজ্জ্বলময় চোখে
নীলিময় নীল আকাশ নাকি অন্ধকার!
তবুও পৃথিবী আলোয় আলোকিত;
বাতাসকে ধরতে চেয়েছিলাম-
অথচ দু’হাতে ফসকে গেলো;
কিছু গন্ধ বারুদ জ্বলন্তময়
আকাশ জুড়ে চাঁদ নিজেই হাসে!
তারপরও মাটির স্বাদ অপূর্ণ
ভোরের শিশির জমা ঘাস
ঝিরি ঝিরি অবুঝ দোলা বৈকাল
অতঃপর তেমনী থাকলো সোনালি আকাশ।
২৫ আশ্বিন ১৪২৮, ১০অক্টোবর ২১
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



