
কবিতার গায়ে ভীষণ তাপদাহ!
বাগবাড়ি, বেলকুচি, কাজিপুর, ভুয়াপুর
হয়ে ঢাকায়; তারপর শ্রাবণ ঘুম-
কোথাও দেখলাম না শীতল হাওয়া;
গায়ে সিলেটের বন্যা বয়ে যাচ্ছিল;
কিছু করার নেই শুধু যন্ত্রনার অপেক্ষা
শ্রাবণের প্রথম দিন এভাবেই গেলো
দাবানলের কথা টিভির পর্দায় দেখছি!
সর্দি ঠান্ডায় ভরে যাচ্ছে খাঁট পালঙ্ক-
তবুও শেষ হচ্ছে না তাপদাহ- বেঁচে
থাকার মানে ঘাসফুলে সঙ্গীবিহীন ঘুম!
দুশ্চিন্তা না গোস্ত ঘ্রাণে হোক শ্রাবণ ঘুম।
০২ শ্রাবণ ১৪২৯, ১৭জুলাই’২২
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




