
নেট থেকে সংগ্রহ
দেহের আনাচে কানাচে
খড় জ্বরের প্রভাব পরেছে;
দৃষ্টির কাছাকাছি প্রেমের
সাগর জুড়ে স্বপ্ন বিল ভেসে
যাচ্ছে- সোনালি এলার্জির ব্যথা
শিশির সিক্ত ভোরের অঞ্জলি;
উত্তাপ থেকে উত্তল সারাবেলা
কৃষ্ণচূড়া রাঙা পথে উষ্ণতা-
তবু থামাতে পারি না রাতের গুঞ্জ
স্বপ্ন ভেজা প্রণয়ের খড় জ্বর!
১৪ কার্তিক ১৪২৯, ৩০ অক্টোবর ’২২
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



