somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। জেব্রা ক্রসিং # ব্লগারস আড্ডা - সাথে আছেন প্লিওসিন অথবা গ্লসিয়ার।।

০৪ ঠা জুন, ২০১২ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেব্রা ক্রসিং এর তৃতীয় পর্ব নিয়ে আজ আবারো হাজির হলাম আপনাদের সামনে ।
আজ আমাদের সাথে আছেন সামহোয়ার ইন ব্লগের একজন প্রায় প্রবীণ , প্রতিভাবান ব্লগার গ্লিওসিন অথবা গ্লসিয়ার ।
তার সাথে হয়েছে স্রেফ একটি নির্মল আড্ডা । পেট থেকে বের করেছেন গোপন কিছু কথা । জানিয়েছেন নিজের জীবনের ঘটে যাওয়া নানান মজার ঘটনা ।
কথা বলেছেন সামু নিয়ে ।
আসুন জেনে নেই ।

####


জেব্রা ক্রসিং - সামহোয়ার ইন ব্লগে আপনার শুরু কিভাবে ?

গ্লিওসিন অথবা গ্লসিয়ার - ২০০৮ এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সাইবার ক্যাফেতে বসেছিলাম Hi5 একাঊন্ট খুলতে ! ঐসময় যে পিসিতে বসেছিলাম সেখানে কে যেন আগে সামুতে ঢুকা ছিলো, আমি পিসিতে বসেই দেখি এই ব্লগের পেইজ! তখন চোখ বুলিয়ে এর Hi5 একাউন্ট খুলে চলে এসেছি ওইদিন, পর দিন কি মনে করে আবার এই ব্লগে ঢুকা , প্রথম প্রথম কিছু বুঝিনি, কিছু পোস্ট পড়েছিলাম, হঠাত করেই নাহোল নিক খোলা। এইতো এভাবেই শুরু

জেব্রা ক্রসিং - আপনার নিকের নাম প্লিওসিন অথবা গ্লসিয়ার ,
এর তাৎপর্য ?

গ্লিওসিন অথবা গ্লসিয়ার - এইনিকের তাৎপর্য আসলে আমি জানি না! কারণ, এই নিক রাজসোহান আমাকে দিয়েছিলো- আগের নিক টা ব্যান খাওয়ার পরে! তবে যতটূকু জানি -প্লিওসিন মানে হৈল পাহাড়ের যুগ
গ্লসিয়ার হৈল অন্ধকারের যুগ ( আমি শিঊর না :/ )


জেব্রা ক্রসিং - বাহ , দারুণ নাম তো ঃ
সামু তে আপনার দেওয়া প্রথম পোস্ট সম্পর্কে বলুন তো


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - হা হা হা হা ! বিপদে ফেলে দিলে


জেব্রা ক্রসিং – বিপদ মনে করলে বিপদ ই

গ্লিওসিন অথবা গ্লসিয়ার - আমি যখন ব্লগে আসছি তখন গনহারে এ এ টিম বিষয়ক নিক ব্যান সংক্রান্ত ক্যাচাল হইতেছিলো! আমি ভয়ে কয়েকটা নিক খুলে ফেলছিলাম :p কোন নিক কি প্রথম পোস্ট দিয়েছি ভুলে গ্যাছি


জেব্রা ক্রসিং - হা হ হা
মাল্টি ধারী পাবলিক
আপনার লেখালেখির শুরু টা কিভাবে ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - শুরুটা ব্লগ থেকেই । ছোট বেলা থেকেই পড়ার অভ্যাস ছিলো যদিও। কিন্তু কখনও লিখার ইচ্ছে হয় নি! ফ্রেন্ডদের দুই একটা প্রেম পত্র লিখে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলো। ব্লগে এসে প্রথমে কিছুদিন পড়েছি, মাঝে মাঝে জামাতী ব্লগারদের পোস্টে কি প্রতিবাদ করেছি, পরে হাসান মাহবুব ভাইয়া বললেন ‘সারাদিন ক্যাচাল করো, কিছু তো লিখবে’’! তখন টুকটাক লিখতাম নাহোল নিকেই ! পরে ওই নিক ব্যান খাওয়ার পর প্লিওসিন নিকে সিরিয়াসলি লিখা শুরু করেছি, এটাও হাসান ভাই এর অনুপ্রেরণায়- দুইটা গল্প লিখেছিলাম , তারপর সবাকদার অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু! এইতো! :D


জেব্রা ক্রসিং - আপনার ব্লগ গুলো ঘাটলে দ্যাখা যায় আপনি নির্দিষ্ট একটি গণ্ডিতে থাকেন নি নানান সময় নানান পোস্ট দ্যিয়েছেন সাড়া ও ভালো পেয়েছেন
কিন্তু আপনার কি মনে হয় না , যে কোন একটি দিকে মনোনিবেশ করার প্রয়োজন ছিল ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - আসলে গল্পকার হওয়া অথবা কবিতা লিখা এই ধরনের চিন্তা ভাবনা মাথায় কখনও আসেনি! গানের প্রতি একটা দুর্বলতা আছে তাই গান বিষয়ে পোস্ট দিয়েছি কয়েকটা , তারপর বিভিন্ন জাতীয় ইস্যুতে লিখার ইচ্ছা থাকলেও খুব একটা লিখা হয় নি! চে গুয়েভারাকে নিয়েও লিখেছি ! লিখতে ভালো লাগে মোটকথা! কোন একদিকে মনোনিবেশ কখনও প্রয়োজন বোধ করিনি! কারণ, ভাল লাগে যে জিনিস সেটা থেকে নিজেকে কেন বঞ্চিত করব?


জেব্রা ক্রসিং - আপনার আগের কথার সুত্র ধরে বলি
লেখালেখিতে আপনার অনুপ্রেরনা কে ? বা কারা ?

গ্লিওসিন অথবা গ্লসিয়ার - অনুপ্রেরণা প্রচুর ব্লগার । গল্প লিখেছিলাম হামা ভাই এর প্রভাবে !আমার দুটো গল্পই হামার গল্পের প্রভাবে প্রবলভাবে প্রভাবিত! এর পর, নাম বলতে গেলে সবাক দার কবিতা, গল্প, অমিত চক্রবর্তী, নির্ঝর নৈঃশব্দ্য, ফাহাদ চৌধুরী , নস্টালজিক ভাইয়া, আরও অনেকে!


জেব্রা ক্রসিং - আপনার লাস্ট কয়েকটি লেখার শিরোনাম বেশ কঠিন কঠিন, কেন ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - হাহাহাহা!! এইগুলো আমার লেখার কোন লাইন- লেখায় সম্ভবত একটু বিদ্ঘুটে হয় . আর সব গুলো কঠিন নাতো


জেব্রা ক্রসিং - হ্যাঁ , সব গুলা না , লাস্ট কয়েক মাসের গুলি তো দেখে আমার ভয় ই লাগে ভেতরে না জানি কি আছে


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - হা হা হা


জেব্রা ক্রসিং - সামু তে লেখা আপনার সবচেয়ে প্রিয় লেখা কোন টি ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - আমি তোমার চোখে সমস্ত বিষাদ নিয়ে ডুবে যেতে চেয়েছি! , আমার অজস্র মৃত্যুর গল্প! বালিকার প্রজাপতি প্রেম এই তিন টা



জেব্রা ক্রসিং - লেখার জন্য কোনোদিন সমালোচনায় পড়েছেন ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - কঠিন সমালোচনা ঐভাবে পড়িনি! একটা সমালোচনা পড়েছি সেটা হচ্ছে অমুকের লেখা প্রভাবিত। এটা আসলে হয়ে যায়- অনিচ্ছাকৃত হলেও। আর ব্লগে সচরারচর ওইভাবে সমালোচনা করে না, সাধারনত পিঠ থাপড়াথাপড়িতেই সবাই অভ্যস্ত


জেব্রা ক্রসিং - তার মানে তোষামোদি
নিজেকে কি তোষামোদকারী মনে করেন


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - না , পুরোপুরি মনে করি না। আমি যেখানে কমেন্ট করি সৎভাবেই কমেন্ট করার চেষ্টা করি, হয়ত সবসময় বলা হয় না সব কিছু, তখন এফবিতে হলেও তাকে বলে দেই এই জিনিসটা আমার কাছে এমন হলে ভালো লাগত, এ ব্যাপারে নোমান নমি ভালো বলতে পারবে


জেব্রা ক্রসিং - এখন পর্যন্ত আলাপচারিতায় আপনি বেশ কজন ব্লগারের নাম বলেছেন ,
জানতে চাইব আপনার প্রিয় ব্লগার কে


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - প্রিয় ব্লগার- হামা, সবাক,ফিফা, দুর্যোধন, চয়ন, টুকিঝা, নোমান নমি, নস্টালজিক
দুর্বার কয়েকটা লেখা ভালো লেগেছে, আরো অনেকের লেখায় ভালো লাগে যেমন পারভেজ আলম ।


জেব্রা ক্রসিং - আপনার ব্যাক্তিজীবন নিয়ে বলুন


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - পড়ালেখা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইনসমনিয়াক, গান , কবিতা , মুভি ভালোবাসি।
নিজেকে সৎ ভাবতে পছন্দ করি যদিও কতটুকু শিঊর না!
মিথ্যে কম বলার চেষ্টা করি, জামাত সহ ধর্মজীবী সব দলকে প্রচন্ডভাবে ঘৃণা করি!
এইতো- ঊচ্চাশা নেই বেশি একটা জীবন নিয়ে, ভালোভাবে বেচে থাকতে পারলেই খুশী, অল্পতেই তুষ্ট ।


জেব্রা ক্রসিং - আপনার পরিবারে কে কে আছেন ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - মা বাবা আর দুই বোন



জেব্রা ক্রসিং - আপনি কি সবার বড় ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার – নাহ , ছোট!


জেব্রা ক্রসিং - সবার ছোট , সবার আদরের খোকা


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - না, এত বেশি আদর করত যে বিকালে বাসা থেকে বের হতে দিতো না, এখন ও সন্ধ্যার পরে বাসার বাইরে থাকতে পারি না, এমন কি ঈদের দিনেও


জেব্রা ক্রসিং - কার সাথে বাইরে বের হওয়া বেশি পছন্দ করেন ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - আমার একা হাটতে ভাল্লাগে!



জেব্রা ক্রসিং - ভালো অভ্যাস , আমারও
তা , আপনার গার্ল ফ্রেন্ড কি আপনার সাথেই পড়াশুনা করে ?



গ্লিওসিন অথবা গ্লসিয়ার - গার্ল ফ্রেন্ড কই থিকা আইবো :S
আমার গার্ল ফ্রেন্ড নাই



জেব্রা ক্রসিং - ও আচ্ছা । !
নাই নাকি বানাতে চান না ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - ধুপ করে প্রেমে পড়া হয়ে ঊঠে না ইদানিং! সুতরাং সম্ভবনা খুব কম মে বি!
আর আমার অনেক অনেক স্বাধীনতা চাই! সুতরাং এই পথে না যাওয়াই ভালো



জেব্রা ক্রসিং - তার মানে বলতে চান মেয়েরা ছেলেদের স্বাধীনতা কেড়ে নেয় ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - এত সরলীকরণ না ব্যাপারটা! পুরোটাই যেহেতু মানিয়ে নেওয়ার ব্যাপার। যে মানিয়ে নিতে পারে তার কাছে স্বাধীনতার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে হবে না! আর যারা পারে না তাদের কাছে কেড়ে নেওয়া মনে হতে পারে।



জেব্রা ক্রসিং - ডিপ্লোম্যাটিক আনসার
ভালো বলেছেন


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - দিতে হয় আরকি মাঝে মাঝে! মাইর টাইর খাওয়া থেকে বাচতে



জেব্রা ক্রসিং - ছোট বেলায় আপনি কেমন ছিলেন
১.পাজি
২.দুস্ট
৩.ভদ্র
৪.নিমচা

গ্
লিওসিন অথবা গ্লসিয়ার - একেক জনের কাছে একেক রকম! গিরগিটি টাইপ
ক্লাসের টিচাররা জানত ভদ্র পড়ুয়া ছেলে, বাসায় পাজির হদ্দ, পাশের বাড়ির আপুরা নিমচা


জেব্রা ক্রসিং - পাশের বাড়ির আপুদের প্রতি নজর ছিল নাকি ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - না ঠিক এরকম না! একটু একটু দুষ্টুমি করত আপুরা! তাদের সাথে দুষ্টুমি করা আরকি! এক আপুও বিয়ে করতে চেয়েছিলো :( আহা!



জেব্রা ক্রসিং - আপনি চাননি বুঝি ?
আহা


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - ক্লাস থ্রি ফোরে এত বুঝতাম নাকি! :(
মনে মনে বউ ভেবেছি এটা অস্বীকার করব না



জেব্রা ক্রসিং - ছোট বেলা আপনার মজার কোন ঘটনা আছে ?



গ্লিওসিন অথবা গ্লসিয়ার - মজার ঘটনা ! হুমম! ক্লাস ফোরে যখন পড়ি তখন আমি স্কুলে যেতাম যে রাস্তা দিয়ে সেই রাস্তার মোড়ের বাসায় একটা দর্জাল মেয়ে কই থেকে যেন আমার পিছে লাগা শুরু করেছিলো! অঈটার আবার পিচ্ছু বাহিনী ছিলো! :( আমি ঐ বাসার সামনে এসে দৌড় মারতাম ! আমার কয়েকটা নাম ও দিয়েছিলো ! এখন এই ঘটনা মনে পড়লে এখনো হাসি


জেব্রা ক্রসিং - বন্ধুরা সাধারণত একে অন্যেকে নানান নামে ডাকে
বন্ধুমহলে আপনার নাম কি ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - বলতেই হবে ?


জেব্রা ক্রসিং - পাঠক জানতে চায়


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - চশমু :/
কানাবাবা :/


জেব্রা ক্রসিং - হা হা হা হা হা
হা হা প গে
ভালো নাম

গ্লিওসিন অথবা গ্লসিয়ার -
মোটামুটি ভদ্রগোছের, আমার এক ফ্রেন্ডের নাম মাতাল বন মুরগী

জেব্রা ক্রসিং - হা হা হা
বাপরে নামের কি ছিড়ি
বন্ধুমহলে আপনার সর্বাধিক পরিচিতি কি হিসেবে ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - অসামাজিক :(
কম্পিঊটার এর স্বামী , নেট নাকি আমার বিয়ে করা বউ!


জেব্রা ক্রসিং - আপনার সবচেয়ে প্রিয়ু মানুষ কে ?


গ্লিওসিন অথবা গ্লসিয়ার - মা - বাবা, বোনরা! ওরা ছাড়া কেঊ নাই তো :)


জেব্রা ক্রসিং - আচ্ছা ব্লগে ফিরে আসি
সামু নিয়ে আপনার মতামত কি


গ্লিওসিন অথবা গ্লসিয়ার -
নিমোর্হ দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে সামু পুরোপুরি একটা কর্পোরেট প্রতিষ্ঠান, আর্দশিক কোন ব্যাপার স্যাপার আছে বলে আমার মনে হয় না! ব্লগাররাই এর মুল শক্তি থাকলেও ব্লগারদের কথা ভাবে কিনা আমার নিজের মাঝে মাঝে সন্দেহ হয় , নইলে ভালো লেখা প্রমোটিং টাইপ কোন কিছু চোখে পড়ে না কর্তৃপক্ষের ! কপিপেষ্ট, ১৮ প্লাস লেখা সহ অনেক খিস্তিখেঊর পোস্ট সংকলিত পাতায় স্থান পেতে দেখা যায়!

তারপরেও সামুর প্রতি আমার কোন রাগ বা অভিমান কিছুই নেই, শেষ পর্যন্ত সামুকে ভালোবাসি ! এটাই মুল ব্যাপার!




জেব্রা ক্রসিং - অসাধারণ বলেছেন ।
আমার অনেক প্রশ্নের জবাব আপনি দিয়ে দিয়েছেন ।

তবুও আলাদা ভাবে বলি ,
মডারেশন নিয়ে আপনার মতামত ?



গ্লিওসিন অথবা গ্লসিয়ার - মডারেশন নিয়ে হতাশ কিছুটা! তারপর ও যেহেতু যতটুকু জানি ২৪ ঘন্টা মডারেটিং করা সম্ভব না সেহেতু এর ফাক গলে অনেক ফালতু ক্যাচাল হয় , পরবর্তীতে জিনিসগুলো মডারেটেড হয় সেটা খেয়াল করা যায়! এইকারণে একটা এভারেজ মার্কস দেওয়া যায় কিন্তু এ প্লাস মার্ক নয়!



জেব্রা ক্রসিং - সামুর ভাবমূর্তি উন্নয়নে আপনার মতামত ?



গ্লিওসিন অথবা গ্লসিয়ার - ভাবমূর্তি ঊন্নয়ন বলতে - যারা ব্লগ পাঠক, লিখে না, আমার হলেও আছে অনেকে! তাদের মুখে যতটুকু শুনেছি তারা পত্রিকার কপিপেষ্ট , ১৮ প্লাস আর ব্যক্তিগত ক্যাচাল নিয়ে গালাগালি নিয়ে বিরক্ত!



জেব্রা ক্রসিং - সামুর বেশীরভাগ ক্যাচাল
নাস্তিক আস্তিক নিয়ে
আপনার মতামত ?

গ্লিওসিন অথবা গ্লসিয়ার - আস্তিক নাস্তিক ক্যাচাল নিয়ে এখনকার অবস্থায় বিরক্ত অনেক!
এখঙ্কার ক্যাচালা পুরোটাই খিস্তিখেঊর টাইপ ক্যাচাল যেটা অসহ্যকর! গঠনমূলক আলোচনামুখর আস্তিক নাস্তিক ক্যাচাল এ এলার্জি নেই আমার!
এটা ভালোই লাগে আগে যেটা দেখা যেত।




জেব্রা ক্রসিং – ব্যাক্তিগত ভাবে কি আপনি নাস্তিক বা নাস্তিকদের কর্মকাণ্ড সমর্থন করেন

গ্লিওসিন অথবা গ্লসিয়ার - না



জেব্রা ক্রসিং – গ্লিগ্ল ভাই , আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জেব্রা ক্রসিংকে সময় দেওয়ার জন্য । উপভোগ্য কিছু সময় কাটালাম আমরা ।
ভালো থাকবেন । শুভ রাত্রি

গ্লিওসিন অথবা গ্লসিয়ার - আপনাকেও ধন্যবাদ । শুভ রাত্রি।


লেখকের বক্তব্য - গ্লিওসিন অথবা গ্লসিয়ার ভাইয়ের প্রতি জেব্রা ক্রসিং কৃতজ্ঞ । আমার ব্যক্তিগত সমস্যার দরুন গত সপ্তাহে জেব্রা ক্রসিং প্রকাশিত হয় নি । আর এই সপ্তাহেও হয়তো প্রকাশিত হতো না । দুই দুইজন ব্লগার আমাকে সময় দিবেন বলেও পেরে উঠেন নি ব্যস্ততার জন্য । তবুও তাদেরকে ধন্যবাদ জানাই । এইসপ্তাহেও যেন জেব্রা ক্রসিং আটকে না যায় এজন্য মাত্র এক ঘণ্টার নোটিশে আমার সাথে বসে গেলেন গ্লিওসিন ভাই । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১২ দুপুর ১:০৯
৩৫টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ হারিয়ে-খুঁজে ফিরি

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৩ ই মে, ২০২৪ রাত ১:৩৩


মনটা ভালো নেই। কার সাথে কথা বলবো বুঝে পাচ্ছি না। বন্ধু সার্কেল কেও বিদেশে আবার কেও বা চাকুরির সুবাদে অনেক দুরে। ছাত্র থাকা কালে মন খারাপ বা সমস্যায় পড়লে... ...বাকিটুকু পড়ুন

প্রজাতির শেষ জীবিত প্রাণ !

লিখেছেন অপু তানভীর, ১৩ ই মে, ২০২৪ সকাল ১০:৫১



বিবিসির একটা খবর চোখে এল সেদিন । উত্তরাঞ্চলীয় সাদা গন্ডার প্রজাতির শেষ পুরুষ গন্ডারটি মারা গেছে । তার নাম ছিল সুদান । মৃত্যুর সময় তার বয়স ৪৫। বিবিসির সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটর মধ্যে সে একজন ।।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ১৩ ই মে, ২০২৪ সকাল ১১:৩৯



আপনারা কতজন Umma Kulsum Popi চেনেন, আমি ঠিক জানি না। আমার পর্যবেক্ষণ মতে, বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন হলেন উনি। যদি বলি দেশের সেরা পাঁচজন কনটেন্ট... ...বাকিটুকু পড়ুন

হাদিস অস্বীকার করে রাসূলের (সা.) আনুগত্য সম্ভব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই মে, ২০২৪ দুপুর ২:৪৯



সূরাঃ ৪ নিসা, ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা আনুগত্য কর আল্লাহর, আর আনুগত্য কর রাসুলের, আর যারা তোমাদের... ...বাকিটুকু পড়ুন

=কবিতাগুলো যেনো এক একটি মধুমঞ্জুরী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২০



©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি... ...বাকিটুকু পড়ুন

×