
©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি মধু মঞ্জুরী বলে ডাকি।
কবিতার খাতায় নীল কালির আঁচড়ে উঠে আসে
সুখ সুখ হাজার কবিতা,
নীল ঢেলে দেই আর শব্দগুলো হয়ে উঠে নিমেষে গোলাপী
অথবা শুভ্রতার রঙ প্রলেপে মোড়া;
সবুজ সামিয়ানার নিচে মাথা রেখে কবিতারা ঘুমায়
আর আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে নতুন করে বুনে যাই
বুকের বাম অলিন্দে মধু মঞ্জুরীর চারা।
মঞ্জুরীর ঘ্রাণ নেই অথচ রঙবাহারী রঙে মন যেমন মেতে থাকে
তেমনি আমার কবিতায় ঘ্রাণ নেই, তাল নেই, সুর নেই
তবুও ওদের নিয়ে আমি ভালো থাকি
কবিতার আলতো আলিঙ্গনে ভুলে যাই জীবনের অপ্রাপ্তিগুলো,
আমি আর দুঃখ পুষি না বুকের খাঁচায়.......
মনের অর্গল খুলে যখন খুলে দিই
মুহুর্তেই রঙধনু রঙ প্রজাপতি এসে
চুপ করে বসে ডানা ঝাপটায় মুহুর্মুহু মঞ্জুরী লতা ফুলে।
মিহি হাওয়ার কাঁপনে মঞ্জুরী'রা দুল খায় মনের ডালে
কবিতাগুলোও কেঁপে উঠে সুখ শিহরণে...
স্বস্তি মনে নিয়ে বন্ধ চোখে দেখি মুগ্ধতায় ভরা ভুবন আমার;
মন জমিনে মধু মঞ্জুরী ফুটে থাকুক আজন্ম,
অবিরাম বয়ে চলুক বুকের নদীতে কবিতার ঢেউ
আমি বেঁচে থাকি সুখ স্বস্তি মুগ্ধতা অনুভব করে।
(১৩-০৫-২০১৯)
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




