somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ফাগুন আসে ফাগুন যায় চড়ুই এর প্রজন্ম বেড়ে চলে,দুই- চারতবু আমার সময় ফেরে না,চালতের ফুল আসে ফলে যায়পৃথিবী ধংশের তারিখ ও ফিরে যায় তবু,আমার সময় ফেরে না।

আমার পরিসংখ্যান

ক্যাক্টাস
quote icon
আমি তোমার জন্য লিখি কিন্তু তোমাকে কখনো লিখি না।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

জংশন

লিখেছেন ক্যাক্টাস, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১০



বহুদিন ধরে রাস্তা হাটে না
স্ট্রেচার করে দৌড়,
ল্যাম্পপোস্ট সব ঠায় দাঁড়িয়ে
স্টেশন টা পৌড় ।

বহুদিন ধরে সময় কাটে না
স্বপ্ন চুরির ঘোর
তুমি আমি কতো কাছাকাছি তবু,
জংশন কতো দূর। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

শহর বাড়ি

লিখেছেন ক্যাক্টাস, ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪



রাস্তাটাও আজ প্রশস্ত,মহকুমায় উন্নিত
ট্রাম আসে ট্রাম যায়,ল্যাম্পপোস্ট মাথা নত।
শহুরে পবন এসে দোল খায় জানালায়।
একবিংশ এসে ছুঁয়ে যায় তোমায়।

তবু আমি আজো অজপাড়া গাঁয়,
আঙিনা এখনো বেড়ে ওঠে আগাছায়,
চৈত্রের দুপুরে আজো উঠোনে ঘুঘু গায়,
একবিংশ না পারে ছুঁতে আমায়।

তবু তোমার শহর বেরে চলে অজানায়!! বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

আমার ভীষণ ইচ্ছে অসুখ

লিখেছেন ক্যাক্টাস, ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯


আবার কবে এই শহরে
ভীষণ রকম যুদ্ধ হবে
আবার কবে তোমার আমার
সারা দেহ সিক্ত হবে!

আবার কবে এই শহরে
দেবদূতেরা আসবে নেমে
আবার কবে অর্ক তাপে
ললাট জুরে উঠবে ঘেমে!

আবার কবে সারা শহরে
তুমুল রাগে মিছিল হবে,
আবার কবে তোমার আঁচল
ভীষণ মায়ায় মুখটি ছোঁবে!

আবার কবে বুক ফুলিয়ে
বিশ-আঠারো আসবে নেমে,
আবার কবে তুমি আমার
স্লোগান, পিকেট সঙ্গে রবে?

আমার ভীষণ... বাকিটুকু পড়ুন

৫৬ টি মন্তব্য      ৪৭৯ বার পঠিত     like!

শিডিউল ভঙ্গ

লিখেছেন ক্যাক্টাস, ২৬ শে জুন, ২০১৮ রাত ১১:০৪


লেট করে ফিরে আসা গোধূলি ট্রেন
অচেনা রাজপথে উল্টো লেন।
চশমায় কালিঝুলি,
ভাঙা ফ্রেম।
আমি পারবোনা আর মানাতে,
শিডিউল আর বানাতে।

বেডসিটে পরেথাকা উল্টো ফ্রেম,
উদ্যানে ভরে থাকা হাজার ম্যাম।
একা পথে ছুটে চলা
ডোভার লেন।
আমি পারবোনা আর মানাতে,
শিডিউল আর বানাতে।

মাঝ রাতে ঘুম থেকে স্বপ্নভ্রম,
তেষ্টায় এক, দুই, উর্দ্ধক্রম।
তারপর, আধজাগা দশটায়,
গ্রামোফোন।
আমি পারবোনা আর মানাতে
শিডিউল আর বানাতে। বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

কামরূপী

লিখেছেন ক্যাক্টাস, ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১০


প্রেমের অনলে পোড় না তুমি
কামের কুটিরে বন্ধ
জোস্নার রূপে প্রেম খোঁজ না
দহন জ্বালায় অন্ধ।

মন খোঁজ না জন খোঁজ না
হৃদ মাঝারে গন্ধ
একলা সে কাক বসেই আছে
হোক যতোটাই মন্দ। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

কোটি বছর পরের কথোপকথন

লিখেছেন ক্যাক্টাস, ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫১


-ভাল আছো নিশ্চয়ই সেই ঝোপেতে লুকানো ডাহুকের মতই,
বৃষ্টি অথবা ঝড়ে,
ভালো থাকা হয় অন্ধকারে!
-হুম
ভালো থাকা আর বেঁচে থাকা তো আমার একান্ত কাম্য
ফাগুনের হওয়ার মতো,বর্ষার জলের মতো,আর
এই স্নিগ্ধতার মতই আছি।
-এক কোটি বছর পর তোমার দেখা পেলাম
এই হলুদ আকাশে বায়বীয় লুকোচুরিতে।
-সোনালী দিন পেতে হলে তো দিতে হবে শ্রম,
পোড়াতে হবে সময়।যৌবনের সবটুকু
-তা আমি দিয়েছি
না... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     like!

রদ্দুর অথবা সমুদ্দুর

লিখেছেন ক্যাক্টাস, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭


তুই কি আমার ভরদুপুরে রদ্দুর হবি!
নাহয় আমি আরকিছুটা মলিন হব,
তুই কি আমার নোনা জলের সমুদ্দুর হবি!
ক্ষত টাকে আর কিছুটা জালিয়ে নেব,
তুই কি আমার জ্যৈষ্ঠতে এক কালবৈশাখী হবি!
ভয়গুলিকে হৃদমাঝারে ঝালিয়ে নেব,
তুই কি আমার ভুঁই ফাটা এক খড়া হবি!
নাহয় আমি সেই সেকেলে নীলচাষা হব,
তুই কি আমার সফেদ সার্টে একফোটা এক কাল হবি!
আমি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২০৩ বার পঠিত     like!

বেড়ে চলা

লিখেছেন ক্যাক্টাস, ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯


বাড়ছি আমি ওজনে সময়ে
সাথে বেড়ে চলেছে বিদেশী ফুলের চাষ।
বেড়ে চলেছে জনপদ নিশীথ প্রণয়ে
শুধু আমার ঘাসফুলগুলো বাড়ছে না
হলুদ থেকে খয়েরি আভিযাত্রা।

বাড়ছে দেয়াল কংক্রিটে কাঁটাতারে
শুধু আমার টবে গোলাপের চারা দু'টি বাড়ছেনা,
ধূলর আস্তরনে পাতাদের রুদ্ধ সালোকসংশ্লেষণ
বেঁচে থাকা অথবা মৃত্যুর প্রতীক্ষা।

বেড়ে চলেছে কৃষ্ণপক্ষের ঘনঘটা
আমার নগরে জ্যোৎস্না'র হরতাল
তবুও বাড়ছি আমি ওজনে সময়ে
যাচ্ছে কেটে ঘাসফুলের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২২৫ বার পঠিত     like!

কেন

লিখেছেন ক্যাক্টাস, ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২


কেন এই বেচে থাকা?
কল্পনার আসমানে শকুনিদের মহড়া
স্বপ্নিল ক্যানভাস ক্ষতবিক্ষত করে হায়নারা।

কেন এই পথ চলা?
নিশিথের অসীম কুয়াশা ঘেরা
ওত পেতে থাকে দুঃস্বপ্নের ডেরা।
বদ্ধ দুয়ার করাঘাতে ভোতা
ইচ্ছে ঘুড়ির পায়ে বেড়ি পরে যেথা,

কেন তোর ছবি আকা?
পেন্সিলের ঘর্ষনে তৈরি ক্ষতের দাগ
ইন্দ্রিয়তে বিরাজ করে গভীর কাল মাঘ।

... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     like!

গোলাপ নেবো না হাত বারিয়ে পদ্ম নেবো

লিখেছেন ক্যাক্টাস, ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৬


গোলাপ নেবো না হাত বারিয়ে পদ্ম নেবো
তোমায় ছোব না মন বারিয়ে গন্ধ নেবো
নিয়ন আলোর পৃথীবিতে এক গুচ্ছ জোঁস্না দেবো
হাতটি তোমার ধরবো নাকো হৃদয় দিয়ে হৃদয় ছোব।
ময়না টিয়া হবো নাকো আমরা দুটি কাক হবো
কল্পনাতে আমরা দুজন পাখির ভাষায় কথা কবো।

মন খারাপের দিন গুলোতে ঝাউ শাখেতে জোঁনাক হবো
কালবৈশাখি ঝড়ের মাঝে আমরা দু,জন... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৩৭১ বার পঠিত     like!

চাই আমি তোকে দু টাকার নোটে

লিখেছেন ক্যাক্টাস, ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০১


দু টাকার নোটে চাই তোর এক ছবি
ওপিঠেও যেনো থাকি এই ছোট কবি।
ছোট নোট ছোট চাওয়া ছোট ছোট স্বপ্ন
মানিব্যাগে রেখে দেবো করে খুব যত্ন।
ভাজ হয়ে পাশা পাশি রবো দুজনায়
তুই আমি টাকাতেই কি যে সোভা পায়!!!
হোক ছাপা তোর ছবি টাকার ঐ বামে
বিনিময়ে নেব তোকে দু টাকার ঘামে।

08/10/2016 . 1:04am বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৪১২ বার পঠিত     like!

ঠোটের ব্যবচ্ছেদ

লিখেছেন ক্যাক্টাস, ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৩



সাদাকালো দাও চোখ দুটো মোর
সহ্য হয় না রং
রঙিন দেহ ঠোঁটপালিশে
কত যে সব সঙ
এলোমেলো সব কাজে তে
ঠোট দুটই মূল
মাথার ভিতর গন্ডগোলে
সব কিছুতেই ভুল
পৃথিবীর সব রঙ জুড়েছে
তোমার ঠোটের পানে
আজো আমি খুজেই ফিরি
ঐ রূপের ই মানে
তাইতো আমার জীবন বাজি
জানতে ঠোটের ভেদ
জনম জনম পার হবে যে
করতে ব্যবচ্ছেদ । বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২০৮ বার পঠিত     like!

ফেরা

লিখেছেন ক্যাক্টাস, ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯


ফাগুন আসে ফাগুন যায়
চড়ুই এর প্রজন্ম বেড়ে চলে,দুই- চার
তবু আমার সময় ফেরে না,
চালতের ফুল আসে ফলে যায়
পৃথিবী ধংশের তারিখ ও ফিরে যায়
তবু,আমার সময় ফেরে না।
ডানা ভাঙা কাক ফিরে যায় প্রেয়সির কুটিড়ে
বৃষ্টিও ফিরে যায় বাষ্প হয়ে মেঘে
তবু সময় আমার ফেরে না।
ফিরে যাচ্ছে জীব ঈশ্বরের টানে
তবু আমি ঠায় দারিয়ে শ্বসানের থামে
আমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

হতে চাই

লিখেছেন ক্যাক্টাস, ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

তোর ঠোটপালিশের রং হতে চাই
বেকে চলার ঢং হতে চাই
তোর মাসকারার কালি হতে চাই
তোর বাগানের মালি হতে চাই
তোর পায়ের ঐ মল হতে চাই
জুস খাওয়ার ঐ নল হতে চাই
তোর ফোনের ঐ টোন হতে চাই
তোর ব্যাগের এক কোন হতে চাই
তোর কাজল ধোয়া জল হতে চাই
বালিশের ঐ তল হতে চাই
তোর ফুলদানির ঐ ফুল হতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

তুই

লিখেছেন ক্যাক্টাস, ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

তুই যদি হোস রোদ মাখা ভোর
আমি কালো আকাশ
তবুও যেনো একটু হলেও
বাঁকা চোখে তাকাস
তুই যদি হস দীঘল জল
আমি ভীষণ খরা
তাইতো আমার বারে বারে
তোর প্রেমেতে পড়া
তুই যদি হস কালি আমার
আমিই হলাম লেখা
তাই নিশীতে স্বপন মাঝে
তোর বদন ই দ্যাখা।

বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪২৩৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ