
দু টাকার নোটে চাই তোর এক ছবি
ওপিঠেও যেনো থাকি এই ছোট কবি।
ছোট নোট ছোট চাওয়া ছোট ছোট স্বপ্ন
মানিব্যাগে রেখে দেবো করে খুব যত্ন।
ভাজ হয়ে পাশা পাশি রবো দুজনায়
তুই আমি টাকাতেই কি যে সোভা পায়!!!
হোক ছাপা তোর ছবি টাকার ঐ বামে
বিনিময়ে নেব তোকে দু টাকার ঘামে।
08/10/2016 . 1:04am
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


