
কেন এই বেচে থাকা?
কল্পনার আসমানে শকুনিদের মহড়া
স্বপ্নিল ক্যানভাস ক্ষতবিক্ষত করে হায়নারা।
কেন এই পথ চলা?
নিশিথের অসীম কুয়াশা ঘেরা
ওত পেতে থাকে দুঃস্বপ্নের ডেরা।
বদ্ধ দুয়ার করাঘাতে ভোতা
ইচ্ছে ঘুড়ির পায়ে বেড়ি পরে যেথা,
কেন তোর ছবি আকা?
পেন্সিলের ঘর্ষনে তৈরি ক্ষতের দাগ
ইন্দ্রিয়তে বিরাজ করে গভীর কাল মাঘ।
(রাত ১১:৪৫-১২:২০)
১১-০৩-২০১৬
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


