জন্মের পর থেকেই দেখছি আমার মেয়ে গুড়ো দুধ খেলেই বেশ সতেজ-সজীব থাকে, ঠান্ডায়ও তার শরীর গরম থাকে । তার মানে বুকের দুধের পাশাপাশি গুড়ো দুধ শিশুর প্রয়োজন আছে । কিন্তু বাড়ীর সবাই বিশেষ করে আমার বড় বোন তা মানতে রাজী নন । তাকে লুকিয়ে কোন প্রকারে কয়েকদিন মেয়েকে গুড়ো দুধ বানিয়ে খাইয়েছি ।
এ জন্যে বিষয় টা নিয়ে ভালো করে ভেবে আমি যে বিষয় গুলো পেলাম -
1/ শিশু মায়ের পেটে থাকতে যে গুনাগুন সম্পন্ন খাদ্য উপাদান পায়, জন্মের পরও বুকের দুধ থেকে শিশু প্রায় একই গুনাগুন সম্পন্ন খাদ্য উপাদান পায় । তাই শিশুর শরীরে গুড়ো দুধ নতুন গুনাগুন সম্পন্ন খাদ্য উপাদান যোগান দেয় ।
2/ জন্মের পর থেকে শিশু এক টানা একই স্বাদের বুকের দুধ খেতে থাকে, তাই গুড়ো দুধের নতুন স্বাদ শিশুর খাবারের উপযোগীতা বাড়ায় ।
3/ বুকের দুধ মায়ের খাবারের উপর নির্ভর করে । মা ভালো খেলে দুধ ভালো হবে, খারাপ খেলে দুধ ভালো হবে না । মায়েদের পক্ষে নিয়মিত সুষম খাওয়া অত্যন্ত দুরূহ । তাই বরং শিশুকে গুড়ো দুধ দিয়ে খাবারের সুষমতা তৈরী করা যেতে পারে ।
3/ বুকের দুধে কোন খাদ্য উপাদান কি পরিমানে আছে তা আমরা জানিনা, কারন তা পরীক্ষা করে দেখা সম্ভব না । কিন্তু গুড়ো দূধে কোন খাদ্য উপাদান কি পরিমানে আছে তা আমরা জানি ।
কাজেই গুড়ো দূধ বুকের দুধের পরিপূরক হিসেবে শিশুর জন্য অবশ্যই প্রয়োজন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



