তুমি , তোমাকে মুক্তি দিতে মন চায় খুব আমার বোধের বেড়াজাল থেকে।
আমার ভাবনা আর তোমার বোধ প্রতিনিয়ত রক্তাক্ত হয়-
তুমি মনের ঝাল ঝেড়ে সস্তির শ্বাস নাও, আমি আমার রক্তাক্ত বোধ নিয়ে
আমার ভবিষ্যতে ডুব দিয়ে বর্তমান ভুলে থাকার আপ্রান চেষ্টা-
আর কতদিন-, হয়তো সাড়াজীবন, এমনি রক্তাক্ত বোধ নিয়ে তোমার হাত ধরে চলতে হবে।
বিশ্বাস করো আমি আর একটা মুহুর্ত এ ক্ষত নিয়ে থাকতে চাইছি না।
আসলে তুমি চলে গেলে আমার যে বড় ক্ষতি টা হবে তা হল সামাজিক অপমান।
লোকে আমাকে তথা কথিত গাল দেবে
বিশ্বাস করো আমি আসলেই আর চাই না , চাই না ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



